shono
Advertisement

সীমান্তে ফের পাক সেনার গুলি, শহিদ এক বিএসএফ জওয়ান

বিএসএফের পালটা গুলিতে খতম দুই পাক সেনা৷ The post সীমান্তে ফের পাক সেনার গুলি, শহিদ এক বিএসএফ জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:49 AM Sep 15, 2017Updated: 03:21 AM Sep 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ পাক সেনার অতর্কিত হামলায় শহিদ হয়েছেন এক বিএসএফ জওয়ান৷  আহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দা৷ বিএসএফের পালটা গুলিতে মৃত্যু হয়েছে ২ পাক সেনার৷

Advertisement

[সেনার গুলিতে অমরনাথ হামলার মূলচক্রী আবু ইসমাইল খতম]

সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাশ্মীরের সাম্বা জেলার আর এস পুরা সেক্টরের আর্নিয়ায়  নিয়ন্ত্রণরেখা বরবার বিএসএফের ছাউনি লক্ষ্য করে আচমকাই গুলি বর্ষণ করতে শুরু করে পাক সেনা৷ পাক সেনার গুলিতে বিজেন্দ্র বাহাদুর সিং নামে এক বিএসএফ জওয়ান গুরুতর আহন হন৷ পরে মারা যান তিনি৷ ঘটনায় একজন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন৷ প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে পালটা জবাব দেয় বিএসএফও৷ জানা গিয়েছে, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে দু’জন পাক সেনার৷ কাশ্মীরে গত দু’দিনে এই নিয়ে দ্বিতীয়বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ এর আগে জম্মুর আখনুরে ব্রাহ্মণ বেলা ও রায়পুরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য গুলি চালায় পাক সেনা৷ ছো়ড়া হয় মর্টারও৷ ঘটনায় আহত হন তিনজন বিএসএফ জওয়ান৷ চলতি বছরে কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন ও জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪৮ জন জওয়ান শহিদ হয়েছেন৷

[জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ রোহিঙ্গারা, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র]

প্রসঙ্গত, বৃহস্পতিবার কাশ্মীরের জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী৷ নগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় অমরনাথ হামলার মূলচক্রী লস্কর জঙ্গি আবু ইসমাইল৷ গত জুলাই মাসে অমরনাথ থেকে ফেরার পথে, তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয়৷ সেই হামলার মাস্টারমাইন্ড ছিল আবু ইসমাইল৷

 

[নির্মম উপহাস, উত্তরপ্রদেশের কৃষকের ঋণ মকুব মাত্র ১০ টাকা!]

The post সীমান্তে ফের পাক সেনার গুলি, শহিদ এক বিএসএফ জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার