সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ পাক সেনার অতর্কিত হামলায় শহিদ হয়েছেন এক বিএসএফ জওয়ান৷ আহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দা৷ বিএসএফের পালটা গুলিতে মৃত্যু হয়েছে ২ পাক সেনার৷
[সেনার গুলিতে অমরনাথ হামলার মূলচক্রী আবু ইসমাইল খতম]
সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাশ্মীরের সাম্বা জেলার আর এস পুরা সেক্টরের আর্নিয়ায় নিয়ন্ত্রণরেখা বরবার বিএসএফের ছাউনি লক্ষ্য করে আচমকাই গুলি বর্ষণ করতে শুরু করে পাক সেনা৷ পাক সেনার গুলিতে বিজেন্দ্র বাহাদুর সিং নামে এক বিএসএফ জওয়ান গুরুতর আহন হন৷ পরে মারা যান তিনি৷ ঘটনায় একজন স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন৷ প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে পালটা জবাব দেয় বিএসএফও৷ জানা গিয়েছে, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে দু’জন পাক সেনার৷ কাশ্মীরে গত দু’দিনে এই নিয়ে দ্বিতীয়বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ এর আগে জম্মুর আখনুরে ব্রাহ্মণ বেলা ও রায়পুরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য গুলি চালায় পাক সেনা৷ ছো়ড়া হয় মর্টারও৷ ঘটনায় আহত হন তিনজন বিএসএফ জওয়ান৷ চলতি বছরে কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন ও জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪৮ জন জওয়ান শহিদ হয়েছেন৷
[জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ রোহিঙ্গারা, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র]
প্রসঙ্গত, বৃহস্পতিবার কাশ্মীরের জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে সেনাবাহিনী৷ নগামে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয় অমরনাথ হামলার মূলচক্রী লস্কর জঙ্গি আবু ইসমাইল৷ গত জুলাই মাসে অমরনাথ থেকে ফেরার পথে, তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয়৷ সেই হামলার মাস্টারমাইন্ড ছিল আবু ইসমাইল৷
[নির্মম উপহাস, উত্তরপ্রদেশের কৃষকের ঋণ মকুব মাত্র ১০ টাকা!]
The post সীমান্তে ফের পাক সেনার গুলি, শহিদ এক বিএসএফ জওয়ান appeared first on Sangbad Pratidin.