সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিনে মুক্ত অভিযুক্ত বা অপরাধীদের উপরও কড়া নজরদারি চালাবে পুলিশ! কোথায়-কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন-সব থাকবে পুলিশের নখদর্পণে। আমেরিকা, ব্রিটেন, নিউজিল্যান্ডের পুলিশের মতো এবার সেই উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করল কাশ্মীর পুলিশও (Kashmir Police)। জামিন বা প্যারোলে মুক্ত কিংবা গৃহবন্দিদের পায়ে বেঁধে দেওয়া হবে জিপিএস ট্র্যাকার। যার মাধ্যমে তাঁদের গতিবিধির দিকে নজর রাখবে কাশ্মীর পুলিশ।
সাধারণত পশ্চিমের আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড পুলিশ জামিনে মুক্ত বন্দিদের উপর নজর রাখতে এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করে থাকেন। শনিবার কাশ্মীর পুলিশের তদন্তকারী সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির তরফে জিপিএস ট্র্যাকার চালুর বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, আদালতের নির্দেশে এবার থেকে জামিনে বা প্যারোলে মুক্তদের গোড়ালির কাছে জিপিএস ট্র্যাকার পরিয়ে দেওয়া হবে। দেশের মধ্যে সর্বপ্রথম এই ব্যবস্থা চালু হল কাশ্মীরেই।
[আরও পড়ুন: স্ত্রীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিতে বিমানবন্দরে তাণ্ডব বাবার! ‘পণবন্দি’ শিশু, চলল গুলি]
জানা গিয়েছে, হিজবুল মুজাহিদিনের মতো একাধিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত জেহাদি গোষ্ঠীগুলির হয়ে বাজার থেকে টাকা তোলার মতো একাধিক অভিযোগ ছিল জনৈর গুলাম মহম্মদ ভাটের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায়ও মামলা রুজু হয়েছে। তিনি অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। জম্মু বিশেষ এনআইএ আদালতে এই মামলার শুনানি চলাকালীন বিশেষ নির্দেশ দেন বিচারক। পুলিশকে জিপিএস ট্র্যাকার চালুর নির্দেশ দেন NIA আদালতের বিচারক। সাধারণত, জামিন বা প্যারোলে মুক্ত বন্দিরা ফের কুকীর্তি ঘটাতে পারে বলে আশঙ্কা থাকে। তাই তাঁদের জামিনের বিরোধিতা করে পুলিশ। বিচারকের মতে, ট্র্যাকার থাকলে বন্দিদের গতিবিধি পুলিশের নজরে থাকবে। আবার জেলের উপর চাপ কমবে। তবে আপাতত নাশকতামূলক কর্মকাণ্ডে অভিযুক্তদের জন্য়ই এই বিষয়টি ব্যবহার করা হবে।