shono
Advertisement

Breaking News

ইউপিএ জমানায় শান্ত ছিল কাশ্মীর, দাবি ভি কে সিংয়ের

এনকাউন্টারে সেনা জওয়ান মারা গেল মানেই কাশ্মীরের পরিস্থিতি খারাপ নয়, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।
Posted: 02:43 PM Feb 19, 2019Updated: 02:43 PM Feb 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা ইস্যুতে বিস্ফোরক স্বীকারোক্তি বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের। ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত এই সাত বছর শান্ত ছিল কাশ্মীর। “২০১২-র পর থেকেই অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। এর কারণ কী ভেবে দেখেছেন? কোনও একটা ঘটনা বা অঘটনের উপর ভর করে বলা যায় না কাশ্মীর শান্ত আছে, বা অশান্ত আছে। একটা এনকাউন্টারে ৩ জন সেনা জওয়ান মারা গেল মানেই কাশ্মীর অশান্ত নয়।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিদেশ প্রতিমন্ত্রী।

Advertisement

[বন্দুক হাতে নিলে খতম করা হবে, কড়া বার্তা সেনার]

এদিন বিদেশ প্রতিমন্ত্রী বলেন, “কাশ্মীর সমস্যা খুব জটিল সমস্যা। উপত্যকায় একটা প্রক্সি ওয়ার চলছে। এই ইস্যুতে আরও আগে কাজ করা উচিত ছিল। কাশ্মীর নীতির সাফল্য বা ব্যর্থতা কোনও একটা ঘটনা বা অঘটনের উপর নির্ভর করে না। কোনও একনাকাউন্টারে একজন সেনা আধিকারিক আর ৩ জন সেনা জওয়ান মারা গেল মানেই কাশ্মীরের পরিস্থিতি খুব খারাপ, তেমনটা নয়। এই কাশ্মীরই ২০০৫ থেকে ১২ সাল পর্যন্ত অত্যন্ত শান্ত ছিল। এরপর ২০১২ সাল থেকে আবার অশান্ত হওয়া শুরু করে। এর কারণ জানেন কি? তাৎপর্যপূর্ণভাবে যে সময় কাশ্মীর শান্ত থাকার কথা বলছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং, সে সময় প্রধানমন্ত্রী ছিলেন ডঃ মনমোহন সিং। ইউপিএ জমানার ওই কয়েকটি বছর সত্যিই তুলনামূলক সন্ত্রাস কম ছিল কাশ্মীরে।

[‘এক চড়েই শিউরে উঠেছিল মাসুদ আজহার’, দাবি প্রাক্তন গোয়েন্দার]

এদিন বিদেশ প্রতিমন্ত্রী আরও বলেন, পুলওয়ামা হামলার বদলা নেবে ভারত। তবে, সেটা শীতল মস্তিষ্কে। তিনি বলেন, “ভারত এমন একটা দেশ যারা কখনও কারও উপর আক্রমণ করে না। আবার অন্য কেউ আক্রমণ শানালে তাঁকে ছেড়ে কথা বলা হয়না।” বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যেই পাকিস্তানকে একঘরে করার কূটনৈতিক রণকৌশল তৈরি করা হয়েছে। ৪০ টি দেশের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানকে একঘরে করার পরিকল্পনাও শুরু হয়েছে। অপেক্ষা করুন সঠিক সময়ে সব উত্তর পেয়ে যাবেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement