shono
Advertisement

Breaking News

 ‘কালা চশমা’য়  মাতিয়ে দিলেন ক্যাটরিনা!

গানটিতে বেশ খানিকটা ‘শিলা কি জওয়ানি’ অবতারে দেখা যাচ্ছে ক্যাট সুন্দরীকে৷ The post  ‘কালা চশমা’য়  মাতিয়ে দিলেন ক্যাটরিনা! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM Jul 27, 2016Updated: 12:32 PM Jul 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কয়েকদিন ধরেই সিদ্ধার্থ-ক্যাটরিনা জুটিকে দেখা যাচ্ছিল একসঙ্গে৷ কালো চশমা পরে দেদার ছবিও দিচ্ছিলেন টুইটারে৷ কেন এরকম করছেন দুজনে, তা নিয়ে জল্পনা বাড়ছিল তবে আপাতত তার অবসান৷ কালো চশমার রহস্য ফাঁস করে তাঁদের আগামী ছবি ‘বার বার দেখো’-র প্রথম গান ‘কালা চশমা’ মুক্তি পেল৷ নতুন বছরের পার্টি অ্যানথেম হতে চলেছে এই গানটি৷

Advertisement

বাদশা এবং নেহা কক্করের এই ডুয়েট বেশ চমকপ্রদ৷ কিন্তু তার চেয়েও বেশি নজর কাড়ছে লাস্যময়ী ক্যাটরিনার সিজলিং আইটেম ডান্স৷ ‘কালা চশমা’ গানটিতে বেশ খানিকটা ‘শিলা কি জওয়ানি’ অবতারে দেখা যাচ্ছে ক্যাট সুন্দরীকে৷ সমালোচকরা যতই তাঁর এক্সপ্রেসন নিয়ে খুঁতখুঁত করুন না কেন, দুর্দান্ত নাচে বরাবরই ক্যাটের জুরি মেলা ভার৷ গানে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সিদ্ধার্থ মালহোত্রা৷ গানটিতে প্রত্যেকেই কালো চশমা পরে রয়েছেন৷ ব্রাইডাল লুকসে, জমকালো পোশাকে প্রত্যেকের চোখেই কালো চশমা৷ আর ড্যান্স ফ্লোর নিজেদের মতো করে মাতিয়ে তুলছেন প্রত্যেকেই৷ বহুদিন পর ‘কালা চশমা’ গানটিতে দেখা গেল রজত কাপুরকেও৷ ফ্লোরে মাতাতে তিনিও কম যাচ্ছেন না৷

কেমন হল সেই গান, দেখুন ভিডিও-

The post  ‘কালা চশমা’য়  মাতিয়ে দিলেন ক্যাটরিনা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement