shono
Advertisement

Breaking News

রণবীরকে ছাড়াই ছাদনাতলায় ক্যাটরিনা!

সত্যি বলতে কী, বউয়ের সাজে ক্যাটের অমন নাচ দেখে চোখ ফেরানো দায়! The post রণবীরকে ছাড়াই ছাদনাতলায় ক্যাটরিনা! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Aug 24, 2016Updated: 02:19 PM Aug 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো সেদিন সম্পর্ক ভাঙল রণবীরের সঙ্গে৷ আর এর মধ্যেই মনের সুখে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা? নাচে-গানে মাতোয়ারা হয়ে একেবারে মেতে উঠলেন? এমনটাও সম্ভব?

Advertisement

বিশ্বাস হচ্ছে না তো? নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করা সম্ভব৷ একাকীত্বের যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্যাটরিনা হঠাৎই রীতিমতো বউয়ের সাজে চমকে দিলেন সকলকে৷ শুধু তাই নয়, বিবাহ অনুষ্ঠানে নিজেও কোমর দোলালেন চুটিয়ে৷ বুঝিয়ে দিলেন তিনি বেশ আছেন৷

কিন্তু ক্যাটের বিয়ে দেখে বাস্তবে চোখ কপালে উঠলেও, ক্যাট সুন্দরী কিন্তু আপাতত রিয়েললাইফের বিয়ে থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন৷ তিনি নিজের বিয়েতে নাচলেন বটে৷ তবে সেটি সিনেমার পর্দায়৷

ক্যাটরিনা এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘বার বার দেখো’ ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরেই৷ সেই ছবিরই নতুন গান ‘নাচনে দে সারে’ গানটিতে রীতিমতো ধুম মাচালেন ক্যাট৷ ক্যাটের পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা, রাম কাপুর এবং সারিকার মতো অভিনেত্রীকেও দেখা গিয়েছে গানটিতে৷ গানের তালে কোমর দুলিয়েছেন সকলেই৷

কিন্তু সত্যি বলতে কী, বউয়ের সাজে ক্যাটের অমন নাচ দেখে চোখ ফেরানো দায়!

দেখুন  সেই ভিডিওটি:

The post রণবীরকে ছাড়াই ছাদনাতলায় ক্যাটরিনা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement