-
- ফটো গ্যালারি
- Kaushambi chakrabortys aiburobhat at phulki serial set see pictures
'উচ্ছেবাবু'র সঙ্গে বিয়ে, 'ফুলকি'র সেটে কৌশাম্বির আইবুড়ো ভাত জমজমাট, দেখুন ছবি
আদৃতের হবু স্ত্রীর পাতে কী কী ছিল?
Tap to expand
'মিঠাই' সিরিয়ালের 'উচ্ছেবাবু' অর্থাৎ বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম হাঙ্ক আদৃত রায়কে মন দিয়েছেন কৌশাম্বি চক্রবর্তী। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে আইবুড়ো ভাতের পালা।
Tap to expand
'ফুলকি' সিরিয়ালে পারমিতার চরিত্রে দেখা যায় কৌশাম্বিকে। ধারাবাহিকের সেটেই আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের। আর আয়োজন ছিল এলাহি।
Tap to expand
ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে সাদা ভাত, পোলাও, ডাল, মাছ, মাংস সবই ছিল। শেষপাতের জন্য সাজানো হয়েছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই।
Tap to expand
বছরের শুরুতেই রটে গিয়েছিল আদৃত ও কৌশাম্বির বিয়ের কথা। প্রথমে শোনা গিয়েছিল জানুয়ারি মাসে বিয়ে। তার পর ফ্রেবুয়ারির কথাও কানে এসেছিল।
Tap to expand
তবে এবার আর টালবাহানা নয়, বরং মে মাসেই কৌশাম্বির গলায় মালা দেবেন আদৃত। মে মাসের ৯ তারিখই সাত পাকে বাঁধা পড়ছেন দুজন। এমনই খবর শোনা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
Tap to expand
এর পর ফিরে তাকাতে হয়নি। কোচিতে গিয়ে ৪-৩ গোলে কেরালা ব্লাস্টার্স বধ আর কান্তিরাভায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪-০ গোলে জিতে লিগ জয়ের দরজায় কড়া নাড়তে থাকেন পেত্রাতোসরা।
Tap to expand
লিগ পর্যায়ের শেষ ম্যাচ ছিল মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথমবার লিগ শিল্ড জিততে হলে মুম্বইকে যেভাবেই হোক হারাতে হবে। এই পরিস্থিতিতে ভরা যুবভারতীতে মাঠে নামে মোহনবাগান। ৬০ হাজার দর্শকের সামনে মুম্বইকে ২-১ গোলে হারিয়ে লিগ শিল্ড ছিনিয়ে ভারতসেরা হয় মোহনবাগান।
Tap to expand
সেমিফাইনালে ওড়িশার মুখোমুখি হাবাস ব্রিগেড। বিপরীতে চেনা মুখ রয় কৃষ্ণ। ভুবনেশ্বরে প্রাক্তন বাগানি কাঁটা হয়ে উঠলেন মোহনবাগানের জন্যে। প্রথম লেগে ২-১ হারে তারা। কিন্তু দ্বিতীয় লেগে খোঁচা খাওয়া বাঘের মতো জ্বলে উঠল সবুজ-মেরুন বাহিনী। ঘরের মাঠে আসে ২-০ গোলে জয়। গোলদাতা কামিংস আর সাহাল।
Tap to expand
অবশেষে বহু প্রতীক্ষিত আইএসএল ফাইনাল। লিগ শিল্ডের মতো এবারও মুখোমুখি মুম্বই সিটি। টানা দ্বিতীয়বার খেতাব জয়ের সামনে মোহনবাগান। ত্রিমুকুট জেতার সন্ধিক্ষণে সবুজ-মেরুন শিবির। কী হবে শনিবারের ম্যাচে? শুধু মোহনবাগান সমর্থকরা নন, উত্তরের অপেক্ষায় থাকবে ভারতের ফুটবলপ্রেমীরা।
Published By: Suparna MajumderPosted: 08:11 PM May 03, 2024Updated: 10:39 PM May 03, 2024
আদৃতের হবু স্ত্রীর পাতে কী কী ছিল?