shono
Advertisement

মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য, ‘পালান’ ছবির পোস্টারে কোন স্বাধীনতার কথা বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

কবে মুক্তি পাবে এই ছবি?
Posted: 04:53 PM Aug 15, 2023Updated: 04:56 PM Aug 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে নতুন ছবি ‘পালানে’র প্রথম ঝলক সামনে আনলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়। প্রথম পোস্টার শেয়ার করে কৌশিক লিখলেন, ‘আত্মমর্যাদার স্বাধীনতা’।

Advertisement

১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেনের ছবি ‘খারিজ’। সেই ছবি দেখেই যেন সিনেমা তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই এবার ‘খারিজ’ সিনেমাকে নতুন যুগের রূপ দিয়েছেন তিনি। মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে উৎসর্গ করে তৈরি করেছেন ‘পালান’।

[আরও পড়ুন: ব্রিটিশরা বাজাল ভারতের জাতীয় সংগীত, ভিডিও দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?]

মৃণাল সেনের খারিজ ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, অঞ্জন দত্ত ও শ্রীলা মজুমদার। কৌশিকের ‘পালান’-এ ফের একবার একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি এই তিন অভিনেতা। সংবাদ মাধ্যমকে মমতা শঙ্কর জানিয়েছেন, ‘মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কোনও দিনই ভোলার নয়। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় মৃগয়া ছবির প্রথম শট দিচ্ছি। কৌশিকের এই ছবিতে সেই স্মৃতিগুলো আবার স্পষ্ট হয়ে উঠবে।’ মমতা শঙ্করের মতো মৃণাল সেনের সঙ্গে কাজের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী শ্রীলা মজুমদারও। তাঁর কথায়, ‘অনেক বড় মাপের মানুষ ছিলেন মৃণাল সেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ওর সঙ্গে কাজ করতে পেরেছি। অঞ্জন দত্তর মতে, আমাকে সেলুলয়েডের গন্ধ শুকিয়েছেন মৃণাল সেন।’

[আরও পড়ুন: ‘গদর ২’র শো চলাকালীন প্রেক্ষাগৃহে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! পড়ল বেধড়ক মার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement