সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি মানেই সিনেপর্দায় একটা অন্যরকম অভিজ্ঞতা। খুবই যত্ন করে সমাজ থেকে অচেনা গল্পকে তুলে এনে, সিনেমার ভাষা দেন কৌশিক। তাঁর ছবি মানেই নানা অনুভূতির মিশ্রণ। কৌশিকের নতুন ছবি লক্ষ্মীছেলের টিজারেও সেরকম গল্পের ইঙ্গিত দিলেন পরিচালক।
শূন্য নাগরদোলা ঘুরছে। বেজে উঠছে শঙ্খ। শোনা যাচ্ছে উলুর ধ্বনি। এক্সরে প্লেটে এক শিশুর চার হাতের ছবি। ছৌনাচ আর তারপরেই দুটি রক্তাক্ত পা! বৃহস্পতিবার প্রকাশ্যে আসা লক্ষ্মীছেলে ছবির টিজারে ধরা পড়ল এমনই কিছু মুহূর্তের কোলাজ। যা কিনা গায়ে কাঁটা দেওয়ার মতো।
বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’ হয়ে বড়পর্দায় ফিরছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রযোজনা সংস্থার আসন্ন এই ছবির ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এতদিনে জানা গেল মুক্তির তারিখ। আগামী ২৬ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘লক্ষ্মী ছেলে’। পোস্টার শেয়ার করে জানানো হল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
[আরও পড়ুন: অনুরাগ কাশ্যপের নতুন থ্রিলারে চমক দিলেন তাপসী পান্নু. প্রকাশ্যে ‘দোবারা’ ছবির ট্রেলার ]
বাবা জাতীয় পুরস্কারজয়ী পরিচালক হলেও তাঁর পরিচালনায় সিনেমার জগতে প্রবেশ করেননি উজান। পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছিল তাঁর ডেবিউ ছবি। সে ছবিটিও উইন্ডোজেরই প্রযোজনা ছিল। নবীনচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন উজান। তাঁর বিপরীতে ছিলেন অবন্তিকা বিশ্বাস।
‘রসগোল্লা’য় উজানের অভিনয় প্রশংসিত হয়েছিল। তারপরই বাবার পরিচালনায় ‘লক্ষ্মী ছেলে’র কাজ শুরু করেন উজান। এই প্রথম উইন্ডোজের প্রযোজনায় সিনেমা পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির পোস্টারে উজানকে একেবারে ভিন্ন রূপে দেখা গিয়েছিল। তাঁর কোলে রয়েছে এক শিশু।