সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএতে (NDA) যোগ দিতে চেয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। এমনই বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে কেসিআরের দল। তাঁর দলের এক নেতার দাবি, মোদি ‘নির্জলা মিথ্যে’ বলছেন।
যে রাজ্যের কোনও নির্বাচনের আগে বারবারই মোদি-বিরোধিতা করতে দেখা গিয়েছে কেসিআরকে (KCR)। সেই তিনিই নাকি তাঁর দল বিআরএসকে এনডিএ-র শরিক করার আর্জি জানিয়েছিলেন মোদিকে (PM Modi)। তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ”হায়দরাবাদের পুরসভা নির্বাচনে বিজেপি ৪৮টি আসনে জয়লাভ করেছিল। সেই সময়ই কেসিআর আমাদের সমর্থন চেয়েছিলেন। নির্বাচনের আগে বিমানবন্দরে আমাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু পরে আচমকাই বিরোধিতা শুরু করেন।”
[আরও পড়ুন: এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন]
তিনি আরও বলেন, ”হায়দরাবাদের পুরসভা নির্বাচনের পরে কেসিআর দিল্লিতে এসে আমার সঙ্গে দেখা করে এনডিএতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু আমি তাঁকে বলেছিলাম তাঁর শর্তগুলোর কারণেই মোদি তাঁকে যুক্ত করতে পারবেন না।”
মোদির দাবি উড়িয়ে দিয়েছেন বিআরএসের মুখপাত্র এম কৃষাঙ্ক। তাঁর কথায়, ”এরপর যদি কোনও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তাঁর উচিত ক্যামেরা সঙ্গে নিয়ে যাওয়া। কেননা নরেন্দ্র মোদি রাজনৈতিক ফায়দা তুলতে চরম মিথ্যে বলতে পারেন।”