shono
Advertisement

ইডির হাজিরা এড়ানোর ফন্দি! ১০ দিনের জন্য বিপাসনায় গেলেন কেজরি

বৃহস্পতিবার ইডির কাছে হাজিরা দেওয়ার ছিল কেজরিওয়ালের।
Posted: 01:52 PM Dec 20, 2023Updated: 05:03 PM Dec 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ডিসেম্বর তাঁকে তলব করেছিল ইডি। ঠিক তার আগের দিনই জন্য বিপাসন সেশনে যোগ দিতে চলে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। ১০ দিনের জন্য এই সেশন চলবে। পুরো সময়টাই সেখানে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি ইডির তলবে সাড়া দিয়ে হাজিরা দেবেন না বলেই অনুমান। 

Advertisement

[আরও পড়ুন: ভিডিও না তুললে…! উপরাষ্ট্রপতির ‘মিমিক্রি’ বিতর্কে ঘুরিয়ে রাহুলকেই কাঠগড়ায় তুললেন মমতা?]

দিল্লির আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। নভেম্বর মাসেও ডেকে পাঠানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেবার হাজিরা দেননি তিনি। আম আদমি পার্টির তরফে বলা হয়, কেজরিওয়ালকে যে সমন ইডির তরফে পাঠানো হয়েছে সেটা বেআইনি। সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পাঠানো। আর এই বেআইনি তলবে সাড়া দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এক মাস পরেই ফের আপ নেতাকে ডেকে পাঠায় ইডি। ২১ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়।

কিন্তু তার আগে থেকেই কেজরির বিপাসনা কর্মসূচি ছিল বলে সূত্রের খবর। প্রতিবছরই ১০ দিনের জন্য অজ্ঞাতবাসে থেকে যোগাভ্যাস করেন দিল্লির মুখ্যমন্ত্রী। চলতি বছরের বিপাসনা আয়োজন করা হয়েছে ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকে অবশ্য হাজির ছিলেন তিনি। পরের দিনই বিপাসনায় যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন কেজরি, এমনটাই সূত্রের খবর।

[আরও পড়ুন: দুর্যোগের তামিলনাড়ুতে মৃত বেড়ে ১০, বানভাসি জেলাগুলিতে বন্ধ স্কুল-কলেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement