shono
Advertisement

প্রধানমন্ত্রীকে কটাক্ষ কেজরির, নোট বাতিলে নিরপেক্ষ তদন্তের দাবি

রোহতকে জুতো ছোঁড়া হল দিল্লির মুখ্যমন্ত্রী দিকে৷ The post প্রধানমন্ত্রীকে কটাক্ষ কেজরির, নোট বাতিলে নিরপেক্ষ তদন্তের দাবি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:50 PM Jan 01, 2017Updated: 05:21 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হলেন অরবিন্দ কেজরিওয়াল৷ কেজরি মনে করেন, নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সারা বিশ্বের কাছে কৌতুকের পাত্র হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী৷ এই সিদ্ধান্তের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ শ্বেতপত্রও প্রকাশ করতে চান তিনি৷

Advertisement

রবিবার সাংবাদিকদের কেজরি বলেন, স্বাধীনতার পর থেকে নোট বাতিলের এই সিদ্ধান্ত দেশের সবচেয়ে বড় দুর্নীতি৷ ৮ নভেম্বরের পর থেকে দেশের ৮৬ শতাংশ তুলে নিয়ে সারা পৃথিবীর কাছে কৌতুকের পাত্র হয়ে উঠেছেন মোদি৷ তাঁর দাবি, অনেক বিজেপি এবং আরএসএস কর্মীরাও নাকি মোদির এই সিদ্ধান্তে অখুশি৷ আবার অনেকে রাতারাতি অনৈতিকভাবে নোট বদল করে নিয়েছে বলেও অভিযোগ করেন আম আদমি পার্টির নেতা৷

নোট বাতিলের পর থেকে মোদির বিরুদ্ধে সরব হওয়া রাজনীতিবিদদের মধ্যে উপরের সারিতে রয়েছেন কেজরিওয়াল৷ বার বার এই বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি৷ মোদির বছর শেষের বিবৃতিকেও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন তিনি৷ এদিন দিল্লির ১০টি মেট্রো স্টেশন ক্যাশলেস করে দেওয়ার বিরুদ্ধেও তদন্তের দাবি করেছেন তিনি৷ এই সিদ্ধান্ত জোর করে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন কেজরিওয়াল৷ এদিকে রবিবারই হরিয়ানার রোহতকে কেজরিওয়ালকে জুতো ছুড়ে মারা হয়৷ এক ব়্যালিতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সেখানেই তাঁকে জুতো ছুড়ে মারে এক যুবক৷ এর আগেও একবার জুতো ছোড়া হয়েছিল কেজরির দিকে৷ ছোড়া হয়েছিল কালিও৷

The post প্রধানমন্ত্রীকে কটাক্ষ কেজরির, নোট বাতিলে নিরপেক্ষ তদন্তের দাবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement