কেরালা ব্লাস্টার্স–১ (লুনা)
জামশেদপুর–১(প্রণয়)
এগ্রিগেটে ২-১ গোলে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে কেরালা
সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: আইএসএলের (ISL 2022) প্রথম লেগে দারুণ ছন্দে থাকা জামেশেদপুর এফসিকে ১-০ গোলে হারিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ফাইনালে ওঠার পথে সেদিনই এক ধাপ এগিয়ে গিয়েছিল ইয়েলো ব্রিগেড। দ্বিতীয় লেগে কেরালা ও জামশেদপুরের খেলা ১-১ গোলে শেষ হল। এগ্রিগেটে ২-১ গোলে জিতে ফাইনালে চলে গেল কেরালা। ২০১৬ সালের আইএসএলে শেষবার ফাইনালে গিয়েছিল কেরালা। এবার কি ঘরে তুলতে পারবে কাঙ্খিত সেই ট্রফি? সময় এর উত্তর দেবে।
এদিন খেলার শুরু থেকেই আক্রমণের রাস্তা নিয়েছিল কেরালা। শুরুতেই এগিয়ে যেতে পারত তারা। কেরালার বিদেশি তারকা ভাসকুয়েজ সামনে পেয়ে গিয়েছিলেন জামশেদপুরের (Jamshedpur) গোলকিপার রেহনেশকে। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। তার পরেও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল কেরালা। সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কেরালার দিয়াজ। খেলার ১৮ মিনিটে লুনা একক দক্ষতায় গোল করে কেরালাকে এগিয়ে দেন। লুনার পায়ের কাজে বেসামাল হয়ে যান জামশেদপুরের একাধিক ডিফেন্ডার। তার পরে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে জামশেদপুরের জালে বল জড়িয়ে দেন লুনা।
[আরও পড়ুন: ‘দেখব, আইপিএল খেলতে কে যায়’, ওয়াঘার ওপার থেকে হঠাৎ হুমকি রামিজ রাজার]
গোল হজম করার পরে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে জামেশদপুর। এসসি ইস্টবেঙ্গলের বাতিল ড্যানিয়েল চিমা অফসাইড থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় জামশেদপুর। প্রণয় হালদার ৫০ মিনিটে সমতা ফেরান। তবে গোলটির আগে বল তাঁর হাতে লেগেছিল। কেরালার খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করেন। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি।
এর পরে জামশেদপুর গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। কারণ একটি গোল করলেই এগ্রিগেটে কেরালা আর জামশেদপুরের গোলসংখ্যা হয়ে যাবে সমান সমান। ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু জামশেদপুর আর সেই কাঙ্খিত গোল করতে পারেনি। ফলে কেরালা ও জামশেদপুরের ম্যাচ ড্র হলেও আইএসএলের ফাইনালে পৌঁছে গেল কেরালা।