shono
Advertisement

‘ফের বাম ছাত্র যুবদের হাতে আক্রান্ত হতে পারে সংবাদমাধ্যম’, পুলিশকে ব্যবস্থার নির্দেশ কেরল হাইকোর্টের

কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের অফিসে হামলা চালায় এসএফআই।
Posted: 06:20 PM Mar 08, 2023Updated: 06:51 PM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই সংবাদমাধ্যম এশিয়ানেটের (Asianet) দপ্তরে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই (SFI)। পরের দিনই দপ্তরে তল্লাশি চালায় কেরল পুলিশ। দুই ঘটনার পরে বুধবার কেরলের হাই কোর্ট (Kerala High Court) জানিয়ে দিল, পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে সংবাদমাধ্যমের প্রত্যেকটি দপ্তরে। পরবর্তীকালে যেন এশিয়ানেটের দপ্তরে হামলা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে কেরল পুলিশকে।

Advertisement

এশিয়ানেটের তরফে আবেদন জানিয়ে বলা হয়, গত ৩ মার্চ প্রায় ৩০ জন এসএফআই কর্মী তাঁদের দপ্তরে কার্যত তাণ্ডব চালায়। জোর করে দপ্তরে ঢুকে ভাঙচুর করে তারা। এমনকি কর্মীদেরও অকারণে আটকে রাখা হয়। সব মিলিয়ে প্রায় এক ঘন্টা সংবাদমাধ্যমের যাবতীয় কাজ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। পরের দিনই সংবাদ মাধ্যমের দপ্তরে গিয়ে তল্লাশি চালায় কেরল পুলিশ।

[আরও পড়ুন: অমানবিক! ১ হাজার কুকুরকে দিনের পর দিন অভুক্ত রেখে হত্যা, গ্রেপ্তার প্রৌঢ়]

পরে বিধানসভার ভাষণে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এক নাবালিকাকে নিয়ে ভুয়ো ভিডিও তৈরি করেছে এশিয়ানেট। সেই অভিযোগের প্রেক্ষিতেই সংবাদমাধ্যমের দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন এসএফআই কর্মীরা। যদিও তাদের ‘হামলা’ প্রসঙ্গে কিছু বলেননি তিনি। পরে অবশ্য এই অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।

দপ্তরের সুরক্ষার দাবিতে কেরল হাইকোর্টে আবেদন করেন এশিয়ানেট কর্তৃপক্ষ। বুধবার শুনানির পরে বিচারপতি রায় দেন, সংবাদমাধ্যমের চারটি শহরের দপ্তরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিরুঅনন্তপুরম, কোচি, কোঝিকোড়, কান্নুর-চারটি জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে কেরল পুলিশ। যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির সম্ভাবনা থাকে, তাহলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছে কেরল হাই কোর্ট। 

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় UNESCO, চিঠি পেয়েই পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement