shono
Advertisement

নিপার গ্রাসে হারিয়েছিলেন স্ত্রীকে, প্রথম বেতন বন্যা ত্রাণে দান যুবকের

মানবিকতার জয়। The post নিপার গ্রাসে হারিয়েছিলেন স্ত্রীকে, প্রথম বেতন বন্যা ত্রাণে দান যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:38 PM Aug 16, 2018Updated: 07:08 PM Aug 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল৷ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ দুর্গতদের সাহায্যে জন্য ইতিমধ্যে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ প্লাবিতদের উদ্ধারে নামানো হয়েছে সেনা৷ এই পরিস্থিতিতেই মানবিকতার নজির গড়লেন কেরলের বাসিন্দা সাজিশ৷ সারা মাসের কষ্টার্জিত বেতন বন্যা ত্রাণে দান করলেন তিনি৷

Advertisement

[বাজপেয়ীর ‘মৃত্যু’তে শোকজ্ঞাপন! সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন তথাগত রায়]

মে মাসে নিপা ভাইরাস থাবা বসায় কেরলে৷ হাসপাতালে হাসপাতালে লম্বা লাইন পড়ে যায় রোগীদের৷ একে একে প্রাণ হারান অন্তত ১৭ জন৷ মৃতদের তালিকায় ছিলেন লিনি নামে এক মহিলাও৷ তিনি একটি হাসপাতালে নার্সের কাজ করতেন৷ আক্রান্তদের চিকিৎসা করতে গিয়েই প্রাণ হারান লিনি৷ মৃত্যুর আগে স্বামীর উদ্দেশে একটি চিঠি লিখে যান তিনি৷ মৃত্যুর পর সন্তানদের দেখভালের দায়িত্ব স্বামীকে দিয়ে যান ওই মহিলা৷ মর্মস্পর্শী সেই চিঠি ভাইরাল হয়ে যায়৷ স্ত্রীর উপার্জনেই সংসার চলত সাজিশের৷ ছোট ছোট দুই সন্তানকে রেখেই চলে যান লিনি৷ কেরল সরকার সাজিশের পাশে দাঁড়ায়৷ রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে ক্লার্কের পদে চাকরি দেওয়া হয় লিনির স্বামীকে৷ চাকরির পাশাপাশি একা হাতেই আপাতত ছোট ছোট দুই সন্তানের দেখভাল করছেন সাজিশ৷ নতুন চাকরিতে যোগ দেওয়ার পর চলতি মাসেই প্রথমবার বেতন পান তিনি৷ অভাবের সংসারেও বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে ভোলেননি সাজিশ৷ তিনি বলেন, ‘‘স্ত্রী মারা যাওয়ার সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম৷ প্রতিবেশী, পরিজনদের পাশে পেয়েছি৷ পাশে পেয়েছি সরকারকেও৷ রাজ্য সরকারের তরফে চাকরিও পেয়েছি আমি৷ কেরলবাসীদের আজ বিপদের দিন৷ এই বিপদেও পাশে থাকতে চাই ওঁদের৷ তাই বন্যাত্রাণে নিজের প্রথম মাসের বেতন দান করেছি৷’’   

[বাজপেয়ীর আরোগ্য কামনায় গোটা দেশ, শামিল পড়ুয়ারাও]

কেরলের বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হয়েছে৷ প্রাণহানি যেমন হয়েছে, তেমনই ক্ষয়ক্ষতি হয়েছে চাষ জমিরও৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, বন্যায় গোটা রাজ্যে প্রায় ৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে৷ কেরলের অবস্থা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র৷ পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷  

The post নিপার গ্রাসে হারিয়েছিলেন স্ত্রীকে, প্রথম বেতন বন্যা ত্রাণে দান যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement