shono
Advertisement

Breaking News

খুলল সবরীমালার দরজা, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা

গোটা এলাকায় ২ হাজার ৩০০ পুলিশকর্মী নামানো হয়েছে। The post খুলল সবরীমালার দরজা, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 AM Nov 05, 2018Updated: 09:44 AM Nov 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার ঘেরাটোপে খুলল সবরীমালার দরজা৷ মন্দিরে মহিলাদের প্রবেশ রুখতে সকাল থেকেই পথে নেমে পড়েছেন আন্দোলনাকরীরা৷ অশান্তির কারণে গত ১৪ দিন বন্ধ থাকার পর আজ দ্বিতীয় পর্যায়ে খুলল মন্দিরের দরজা৷ মন্দিরে পুজো দিতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু ভক্ত৷ একই সঙ্গে মহিলাদের মন্দিরে প্রবেশ রুখতে তৎপরতাও শুরু করে দিয়েছে ‘সবরীমালা কর্ম সমিতি’৷ ফলে, নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কায় মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী৷ পাম্বা, নিলাক্কাল সহ বিভিন্ন এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷

Advertisement

[ঋণখেলাপিদের তালিকা কেন প্রকাশ করা হয়নি? উর্জিত প্যাটেলকে শোকজ]

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর গত ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভক্তদের জন্য খুলেছিল সবরীমালার দরজা৷ দীর্ঘ মামলা চলার পর সুপ্রিম কোর্টের তরফে সবরীমালায় মহিলাদের প্রবেশে উপর বিধিনিষেধ তুলে নেয়৷ সুপ্রিম রায়ের উপর ভিত্তি করে মন্দিরে ঢোকার জন্য শুরু হয় অভিযান৷ কিন্তু, ওই সময়ের মধ্যে অবশ্য কোনও ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও মহিলা মন্দিরে ঢুকতে পারেননি৷ ‘সবরীমালা কর্ম সমিতি’র প্রবল চাপে ফিরতে বাধ্য হন বেশ কয়েকজন মহিলা ভক্ত৷ রায়ের পর দ্বিতীয় পর্যায়ে আজ, সোমবার মন্দিরের দরজা খুলছে৷ সকাল ৬টা থেকে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা৷

[ঝাঁসিতে যাত্রীবাহী ট্রেনের কামরায় আগুন, ছড়াল আতঙ্ক]

মন্দির খোলা হলেও হিন্দু সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘সবরীমালা কর্ম সমিতি’ ইতিমধ্যেই তাদের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছে৷ বিভিন্ন সংবাদমাধ্যমকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে চিঠিও দেওয়া হয়েছে ‘সবরীমালা কর্ম সমিতি’র তরফে৷  সবরীমালায় যাতে কোনও মহিলা সাংবাদিক না পাঠানো হয়, তার ‘অনুরোধ’ জানিয়ে সংবাদমাধ্যমের সম্পাদকদের কাছে চিঠিও লেখা হয়েছে৷

[মন্দির নির্মাণের প্রত্যাশা পূরণে রামের নামে প্রদীপ জ্বালানোর অনুরোধ যোগীর]

দ্বিতীয় দফায় মন্দির খোলা নিয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে কেরল সরকার। মঙ্গলবার পর্যন্ত থাকছে কড়া পুলিশি প্রহরা৷ মন্দিরের আশপাশেও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে৷ গোটা এলাকায় ২ হাজার ৩০০ পুলিশকর্মী নামানো হয়েছে। এছাড়াও ৫০ বছরের বেশি বয়সী ৩০ জন মহিলা পুলিশকর্মীকে মোতায়েন করেছে সরকার৷ পাম্বা, নিলাক্কাল-সহ বিভিন্ন এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷ শতাব্দী প্রাচীন নিয়ম মেনে সবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারতেন না৷ গত ২৮ সেপ্টেম্বর সবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশের অধিকার দেয় সুপ্রিম কোর্ট৷ তার থেকে কেরলজুড়ে অশান্তি শুরু হয়েছে৷ রায়ের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন আয়াপ্পা ভক্তরা৷

The post খুলল সবরীমালার দরজা, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement