shono
Advertisement

আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার

নেটদুনিয়ায় ইতিমধ্যে সাড়া জাগিয়েছে ছবির ট্রেলার। The post আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 PM Feb 21, 2019Updated: 02:31 PM Feb 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ অমর একুশে৷ আজকের দিনের তাৎপর্য নতুন করে বলার কিছুই নেই৷ আজকের দিনটি গুরুত্বপূর্ণ টিম ‘কেশরী’র কাছেও৷ ২১ জন সৈন্যের লড়াইয়ের কাহিনি ট্রেলার আকারে একুশে ফেব্রুয়ারিতেই দর্শকদের সামনে এল৷ সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ কয়েকঘণ্টার মধ্যেই তা নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে৷

Advertisement

[অসুস্থ ক্যাটরিনা! আপাতত বন্ধ ‘ভারত’ ছবির শুটিং]

একটি যুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘কেশরী’৷ সময়টা তখন ১২ সেপ্টেম্বর, ১৮৯৭ সাল৷ ভারত তখন ব্রিটিশ শাসনাধীন৷ প্রায় দশ হাজার আফগান অনুপ্রবেশকারীর বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষার লড়াই করেন ২১ জন শিখের একটি দল৷ সেই ঘটনার উপরে ভিত্তি করেই অনুরাগ সিং তৈরি করেছেন ‘কেশরী’৷ ছবির ট্রেলারের শুরু থেকেই সেই লড়াইয়ের আবহ৷ লড়াই করে নিজের অধিকার বুঝে নেওয়ার ইঙ্গিত স্পষ্ট গোটা ট্রেলারে৷ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার৷ তাঁর চরিত্রের নাম হাবিলদার ইশার সিং৷ গোটা ট্রেলারেই শুধু অক্ষয় কুমার৷ তাঁর উজ্জ্বল উপস্থিতিতে ম্লান হয়ে যায় অন্য সব কিছু৷ রয়েছেন পরিণীতি চোপড়া৷ এছাড়াও ট্রেলারে দেখা গিয়েছে নবাগতদের৷ যাঁদের নিয়ে ট্রেলারে রণকৌশল ঠিক করতে দেখা গিয়েছে সেলুলয়েডের হাবিলদার ইশার সিংকে৷

[প্রিয়াঙ্কা গর্ভবতী? মেয়ের ‘বেবি বাম্প’ নিয়ে মুখ খুললেন মা মধু]

ছবিটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ইশা আম্বানি ও টুইঙ্কল খান্না। আগামী ২১ মার্চ মুক্তি পাবে ছবিটি। ২.০ ছবিতে ছক ভেঙে পক্ষীরাজনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে৷ ‘কেশরী’ ছবিতেও এক্কেবারে ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে৷ সেলুলয়েডের হাবিলদার ইশার সিংকে দেখার জন্য অপেক্ষায় উৎসুকরা৷

The post আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement