shono
Advertisement

রেলের নিরাপত্তায় ব্যাপক জোর, বাজেটে বরাদ্দ ১.৩১ লক্ষ কোটি টাকা

এক নজরে দেখে নেওয়া যায় রেলবাজেটে কী কী প্রস্তাব তুলে ধরা হল৷ The post রেলের নিরাপত্তায় ব্যাপক জোর, বাজেটে বরাদ্দ ১.৩১ লক্ষ কোটি টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 PM Feb 01, 2017Updated: 09:32 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গে পেশ করা হল রেলরাজেট৷ ভারতীয় রেলে বেশ কিছু নতুন পরিকল্পনার কথা বাজেটে প্রকাশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এক নজরে দেখে নেওয়া যায় রেলবাজেটে কী কী প্রস্তাব তুলে ধরা হল৷

Advertisement

১. ২০১৭-১৮ আর্থিক বর্ষে রেলের নিরাপত্তা খাতে বরাদ্দ করা হল ১.৩১ লক্ষ কোটি টাকা৷ যা গত বছরের তুলনায় ৮.৩ শতাংশ বৃদ্ধি পেল বলে জানানো হয়েছে৷

২. এবার থেকে আইআরসিটিসি-র মাধ্যমে রেলের ই-টিকিট বুকিংয়ে আর কোনও সার্ভিস চার্জ লাগবে না৷ অর্থাৎ অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে খরচ কমতে চলেছে৷

৩. এছাড়া ২০১৯-এর মধ্যে সব ট্রেনে থাকবে বায়ো টয়লেট৷

৪. ২০১৭-১৮-তে সাড়ে তিন হাজার কিলোমিটার রেল লাইন বসানো হবে৷ ২০১৬-১৭ আর্থিক বর্ষে ২৮০০ কিলোমিটার রেল লাইন বসানোর কাজ হয়েছিল৷

(অর্থমন্ত্রী ‘উত্তম বাজেট’ পেশ করেছেন: মোদি)

৫. রক্ষীবিহীন সমস্ত লেবেল ক্রসিংকে ২০২০ সালের মধ্যে স্বয়ংক্রিয় করে দেওয়া হবে৷

৬. নিরাপত্তা এবং আপৎকালীন অর্থ হিসেবে রাষ্ট্রীয় রেল সংরক্ষণ কোষে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে৷

৭. ২০১৭-১৮ আর্থিক বর্ষে ২৫টি নতুন স্টেশন তৈরি হবে৷

৮. রেলে পিপিপি মডেলের উপর জোর দেওয়া হবে৷

৯. উন্নত স্টেশনগুলিতে প্রতিবন্ধীদের জন্য একটি করে শৌচালয় থাকবে৷ পাশাপাশি ৫০০টি স্টেশনে প্রতিবন্ধীদের সুবিধার জন্য চলমান সিঁড়ি, লিফটের ব্যবস্থা করা হবে৷

(বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫%)

১০. প্রতিরক্ষাবাহিনীর অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে চালু হবে কেন্দ্রীয় প্রতিরক্ষা ট্রাভেল সিস্টেম৷

১২. চালু করা হবে আত্মদয়া এক্সপ্রেস৷ এই সুপারফাস্ট ট্রেনটিতে অসংরক্ষিত আসন এবং দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে৷ যাতে যে কোনও সময় টিকিট কেটেই ট্রেনে উঠতে পারেন যাত্রীরা৷

১৩. স্টক এক্সচেঞ্জের তালিকায় আইআরসিটিসি-র অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে এবার থেকে আইআরসিটিসির শেয়ার ক্রয়-বিক্রয় করা যাবে।

১৪. স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখে চালু করা হবে ‘ক্লিন মাই কোচ’ নামে এসএমএস সার্ভিস৷ যাতে ট্রেনে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে৷

১৫. ২০১৯ সালের মধ্যে ট্রেনের প্রতিটি কোচে বায়ো-টিয়ার থাকবে৷

১৬. মেট্রো রেলের মডেলে বেশ কিছু পরিবর্তন আনা হবে৷

(নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়)

বিরোধীদের দাবি, এমন রেল বাজেট ভারতীয় রেলকে জাদুঘরে পাঠিয়ে দিল৷ তবে রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটের প্রশংসা করে একে ঐতিহাসিক বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন৷

The post রেলের নিরাপত্তায় ব্যাপক জোর, বাজেটে বরাদ্দ ১.৩১ লক্ষ কোটি টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement