সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার পর প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গে পেশ করা হল রেলরাজেট৷ ভারতীয় রেলে বেশ কিছু নতুন পরিকল্পনার কথা বাজেটে প্রকাশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এক নজরে দেখে নেওয়া যায় রেলবাজেটে কী কী প্রস্তাব তুলে ধরা হল৷
১. ২০১৭-১৮ আর্থিক বর্ষে রেলের নিরাপত্তা খাতে বরাদ্দ করা হল ১.৩১ লক্ষ কোটি টাকা৷ যা গত বছরের তুলনায় ৮.৩ শতাংশ বৃদ্ধি পেল বলে জানানো হয়েছে৷
২. এবার থেকে আইআরসিটিসি-র মাধ্যমে রেলের ই-টিকিট বুকিংয়ে আর কোনও সার্ভিস চার্জ লাগবে না৷ অর্থাৎ অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে খরচ কমতে চলেছে৷
৩. এছাড়া ২০১৯-এর মধ্যে সব ট্রেনে থাকবে বায়ো টয়লেট৷
৪. ২০১৭-১৮-তে সাড়ে তিন হাজার কিলোমিটার রেল লাইন বসানো হবে৷ ২০১৬-১৭ আর্থিক বর্ষে ২৮০০ কিলোমিটার রেল লাইন বসানোর কাজ হয়েছিল৷
(অর্থমন্ত্রী ‘উত্তম বাজেট’ পেশ করেছেন: মোদি)
৫. রক্ষীবিহীন সমস্ত লেবেল ক্রসিংকে ২০২০ সালের মধ্যে স্বয়ংক্রিয় করে দেওয়া হবে৷
৬. নিরাপত্তা এবং আপৎকালীন অর্থ হিসেবে রাষ্ট্রীয় রেল সংরক্ষণ কোষে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে৷
৭. ২০১৭-১৮ আর্থিক বর্ষে ২৫টি নতুন স্টেশন তৈরি হবে৷
৮. রেলে পিপিপি মডেলের উপর জোর দেওয়া হবে৷
৯. উন্নত স্টেশনগুলিতে প্রতিবন্ধীদের জন্য একটি করে শৌচালয় থাকবে৷ পাশাপাশি ৫০০টি স্টেশনে প্রতিবন্ধীদের সুবিধার জন্য চলমান সিঁড়ি, লিফটের ব্যবস্থা করা হবে৷
(বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫%)
১০. প্রতিরক্ষাবাহিনীর অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে চালু হবে কেন্দ্রীয় প্রতিরক্ষা ট্রাভেল সিস্টেম৷
১২. চালু করা হবে আত্মদয়া এক্সপ্রেস৷ এই সুপারফাস্ট ট্রেনটিতে অসংরক্ষিত আসন এবং দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে৷ যাতে যে কোনও সময় টিকিট কেটেই ট্রেনে উঠতে পারেন যাত্রীরা৷
১৩. স্টক এক্সচেঞ্জের তালিকায় আইআরসিটিসি-র অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে এবার থেকে আইআরসিটিসির শেয়ার ক্রয়-বিক্রয় করা যাবে।
১৪. স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখে চালু করা হবে ‘ক্লিন মাই কোচ’ নামে এসএমএস সার্ভিস৷ যাতে ট্রেনে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে৷
১৫. ২০১৯ সালের মধ্যে ট্রেনের প্রতিটি কোচে বায়ো-টিয়ার থাকবে৷
১৬. মেট্রো রেলের মডেলে বেশ কিছু পরিবর্তন আনা হবে৷
(নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়)
বিরোধীদের দাবি, এমন রেল বাজেট ভারতীয় রেলকে জাদুঘরে পাঠিয়ে দিল৷ তবে রেলমন্ত্রী সুরেশ প্রভু রেল বাজেটের প্রশংসা করে একে ঐতিহাসিক বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন৷
The post রেলের নিরাপত্তায় ব্যাপক জোর, বাজেটে বরাদ্দ ১.৩১ লক্ষ কোটি টাকা appeared first on Sangbad Pratidin.