সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) দুরন্ত পারফরম্যান্সে জয় পেয়েও সমস্যা মিটছে না কংগ্রেসের (Congress)। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কার্যত বেহাল দশা দলীয় নেতৃত্বের। রবিবার বিধায়কদের নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক করেছেন কংগ্রেসের পর্যবেক্ষকরা। তবে জানা গিয়েছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে দলীয় হাইকম্যান্ডই। দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার। তবে আপাতত কর্ণাটকেই রয়েছেন দুই নেতা।
রবিবার বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে বৈঠক সেরেছেন সদ্যনির্বাচিত বিধায়করা। মুখ্যমন্ত্রীর (Karnataka CM) নাম ঠিক করতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে কংগ্রেস। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে সেই কমিটির সদস্যরা আলোচনা করেছেন বলেই সূত্রের খবর। তবে দীর্ঘ বৈঠকের পরেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আপাতত শোনা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’র শক্তিক্ষয়ের পরই সুখবর, চলতি সপ্তাহেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে বাংলা]
তবে সিদ্ধান্ত নেওয়ার সময়ে আলোচনায় বসবে দলীয় হাইকম্যান্ড। দিল্লিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা ভাডরার সঙ্গে বৈঠক করবেন খাড়গে। সেখানে উপস্থিত থাকবে কর্ণাটকের কমিটির তিন সদস্যও। এমনকি ডেকে পাঠানো হতে পারে সিদ্দারামাইয়া ও শিবকুমারকেও। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দুই নেতাকে অপেক্ষা করতে বলেছে দল। ডাক পেলে তারপরেই দিল্লি আসবেন, এমনই নির্দেশ রয়েছে দলের তরফে।
যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবকুমার জানিয়েছেন, দিল্লি যাওয়া নিয়ে এখনও কিছুই ভাবেননি তিনি। প্রসঙ্গত, সোমবারই শিবকুমারের জন্মদিন। তাঁর বাড়ির সামনে পোস্টার হাতে অনুগামীরা ঘোষণা করেই দিয়েছেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন শিবকুমারই। যদিও সেই সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই অনুমান ওয়াকিবহাল মহলের। শোনা গিয়েছে, সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে ডেপুটির পদ দেওয়া হতে পারে শিবকুমারকে। আগামী দু’দিনের মধ্যেই কর্ণাটকের মন্ত্রিসভার নাম চূড়ান্ত হয়ে যাবে বলেই জানা গিয়েছে।