shono
Advertisement

দীর্ঘ দু’মাস পর সাময়িক স্বস্তি, ৪০ মিনিটের জন্য খুলল শাহিনবাগের রাস্তা

এখনই ভোগান্তি কমছে না দিল্লিবাসীর। The post দীর্ঘ দু’মাস পর সাময়িক স্বস্তি, ৪০ মিনিটের জন্য খুলল শাহিনবাগের রাস্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:15 PM Feb 21, 2020Updated: 02:15 PM Feb 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৯ দিন পর অবশেষে খুলল শাহিনবাগের রাস্তা। তাও মোটে ৪০ মিনিটের জন্য। যানজট কাটানোর জন্যই এদিন দিল্লির ফরিদাবাদ ও নয়ডার সংযোগকারী এই রাস্তার ব্যারিকেড সরিয়ে দেওয়া হয় বলে খবর। পরে আন্দোলনকারীদের ‘চাপে’ ফের রাস্তা বব্ধ করে দেওয়া হয় বলে খবর। প্রসঙ্গত, গত দু’মাস ধরে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দিল্লির শাহিনবাগ এলাকায় ধরনায় বসেছেন মহিলারা। দিনে দিনে আন্দোলনের বহর বেড়েছে। এদিকে দিল্লি ও নয়ডার সংযোগকারী এই রাস্তা বন্ধ থাকায় বেড়েছে যানজটও।

Advertisement

দিল্লি-নয়ডা সংযোগকারী রাস্তা খুলে দেওয়ার দাবিতে বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন বহু মানুষ। শেষপর্যন্ত রাস্তা থেকে আন্দোলনকারীদের হঠাতে মধ্যস্থতাকারীদের নিয়োগ করেছে শীর্ষ আদালত। বুধবার শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান তাঁরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন এবং সঞ্জয় হেগড়ে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে সন্ধান মিলল সোনার খনির, খননের কাজে তৎপর যোগী প্রশাসন]

আন্দোলনকারীদের যেমন প্রতিবাদের অধিকার রয়েছে, সেরকম নিত্যযাত্রীদেরও রাস্তা ব্যবহারের অধিকার রয়েছে বলে জানান মধ্যস্থতাকারীরা। অন্য কোথাও আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তাঁরা। তাঁদের পরামর্শ মেনে অবশেষে শুক্রবার সকালে নয়ডা-ফরিদাবাদ রোড খুলে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। কিছুক্ষণের মধ্যে যানজট কেটে যায়। কিন্তু পরে সেই রাস্তা ফের বন্ধ করে দেওয়া হয় বলে খবর। এদিন একটি রাস্তা খুলে দেওয়া হলেও বাকি রাস্তা বন্ধ রাখা হয়েছিল বলেই খবর। এদিন রাস্তা খুলে দেওযার ফলে কিঠুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন নিত্যযাত্রীরা। তবে পরে ফের বন্ধ হয়ে যায় ওই রাস্তা। ফলে দিল্লিবাসীদের  হয়রানি এখনই কমছে না বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন : নির্বীজকরণ না করালে যাবে চাকরি! স্বাস্থ্যকর্মীদের হুঁশিয়ারি কমল নাথের]

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে শাহিনবাগে ধরনায় বসেছেন মহিলারা। সঙ্গে রয়েছে তাঁদের সন্তানরাও। খোলা আকাশের নিচেই দিনরাত ধরে চলছে আন্দোলন। তবে শাহিনবাগের জন্য ট্রাফিক সমস্যা নিয়ে একটি মামলা দায়ের করেন আইনজীবী আমিত সাহানি। ওই আইনজীবী দ্রুত শাহিনবাগ এলাকার ট্রাফিক সমস্যা দূর করার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। 

The post দীর্ঘ দু’মাস পর সাময়িক স্বস্তি, ৪০ মিনিটের জন্য খুলল শাহিনবাগের রাস্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement