সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পালা যুব খেলো ইন্ডিয়া গেমসের (Khelo India Youth Games 2024)। ভারতের ছাত্র-যুবদের জন্য কেন্দ্রীয় সরকারে উদ্যোগে হতে চলা ইউথ খেলো ইন্ডিয়া গেমস এবার আয়োজিত হবে তামিলনাড়ুতে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
২১ হাজার দর্শকের উপস্থিতিতে হতে চলা এই গেমসের উদ্বোধনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। ১২ দিন ধরে চলবে এই গেমস। সমাপ্তি অনুষ্ঠান ৩১ জানুয়ারি।
[আরও পড়ুন: বিরাটকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের দল গঠন?, বড় মন্তব্য করে দিলেন প্রাক্তন তারকা]
দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৫০০০ হাজার ছাত্র ও যুব ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। তামিলনাড়ুর মোট চারটি শহর চেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই ও ত্রিচিতে বসবে এই মেগা ইভেন্টের আসর।
মোট ২৭টি ডিসিপ্লিনের খেলা হবে। মোট ৯৭৩টি মেডেলের জন্য লড়াই করবেন অ্যাথলিটরা। অনুর্ধ্ব ১৭ স্কুল ও অনুর্ধ্ব ২১ কলেজ পড়ুয়াদের নিয়ে হবে এই গেমস। এই গেমসের সেরা হাজার জন ছাত্রছাত্রীদের পাঁচ লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হবে। আট বছর ধরে দেওয়া হবে এই স্কলারশিপ। যাতে তারা আন্তর্জাতিক স্তর ও ইভেন্টগুলিতে খেলতে পারে।