সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর এক মাসও বাকি নেই দুর্গোৎসবের। কোথাও থিম, কোথাও বা সাবেকি রূপেই সেজে উঠছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই আবহে অভিনবত্বে সেজে উঠছে ক্ষুদিরাম কলোনি। তাদের ৭৫তম বছরের দুর্গোৎসবের থিম 'ময়দানে দশভুজা'। যেখানে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীকে তুলে ধরা হচ্ছে থিমে।
ভারতীয় ক্রিকেটে ঝুলন গোস্বামীর অবদান অপরিসীম। শুধু ক্রিকেট নয়, সার্বিক ক্রীড়াক্ষেত্রেই তিনি কিংবদন্তি। বহু মানুষের অনুপ্রেরণার আরেক নাম। এবার ক্ষুদিরাম কলোনির দুর্গোৎসবে 'ময়দানে দশভুজা'য় ঝুলনকে তুলে ধরা হচ্ছে থিমে। শিল্পী মধুরিমা ভট্টাচার্যের কল্পনায় হুবহু ক্রিকেট খেলার মাঠের আদলেই তৈরি হবে সমগ্র মণ্ডপ। সেখানে দেবী দুর্গা যেন স্বয়ং আশীর্বাদ করবেন তাঁর সন্তানকে।
উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে, "মা দুর্গা আমাদের দশভুজা। কথায় আছে মেয়েরা মায়েরই জাত। ঘরে বাইরে কোথাওই মেয়েরা আজ আর পিছিয়ে নেই। দশ হাতে তারা সামলাচ্ছে সবকিছু। অফিসে, আদালতে, কখনও ডাক্তারিতে ,কখনও আবার খেলার মাঠে শ্রেষ্ঠত্বের ছাপ রাখছে তারা। ক্রিকেটার ঝুলন গোস্বামী হলেন এরকমই একজন অলরাউন্ডার ক্রিকেটার যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল, বেঙ্গল উইমেন, ইস্ট জোন উইমেন এবং এশিয়ার উইমেন এলেভেন দলের হয়ে ক্রিকেট খেলেন। "
ভারতের জার্সিতে ২০০২ সালে অভিষেক ঘটে ঝুলনের। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট তাঁর ঝুলিতে। তাঁর হাত ধরে অসংখ্য ট্রফি এসেছে দেশে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বাংলার নামও। তাঁকেই এবার শ্রদ্ধা জানানোর পরিকল্পনা ক্ষুদিরাম কলোনির। তাদের তরফ থেকে আরও জানানো হয়েছে, "দিদি আমাদের বাংলার মেয়ে, আমাদের দেশের গর্ব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাই শ্রদ্ধা জানাব আমরা। বিশ্বজনীন এই উৎসবে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক রত্নগর্ভা এক মেয়ের কাহিনি। হুবহু ক্রিকেট খেলার মাঠের আদলেই তৈরি হবে সমগ্র মণ্ডপ। যেখানে মা যেন স্বয়ং তাঁর সন্তানকে আশীর্বাদ করবেন তিনি যেন আরও এগিয়ে চলেন, এভাবেই বাংলা তাঁকে নিয়ে আরও গর্বে ভরে উঠুক।" ক্ষুদিরাম কলোনির এই উদ্যোগে উচ্ছ্বসিত ঝুলনও। দুর্গোৎসবে তাঁকে নিয়ে থিম হচ্ছে জেনে খুশি ঝুলন নিজেও। তবে উদ্বোধনের সময় বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না।