shono
Advertisement

বিয়ের বয়স মাত্র পাঁচ মাস, জলদি মা হতে চাইছেন কিয়ারা! নেপথ্যে বিশেষ কারণ

সিদ্ধার্থ ব্যাপারটা জানেন?
Posted: 09:19 AM Jul 29, 2023Updated: 09:19 AM Jul 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক মাসের প্রেম, ডেটিংয়ের পর অবশেষে ফেব্রুয়ারি মাসে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সাত পাকে বাধা পড়েন কিয়ারা আডবাণী। আর এবার বলিউড সূত্রের খবর, বিয়ের পাঁচমাস কেটে যাওয়ার পরই মা হতে চাইছেন কিয়ারা। এমনিতেই কয়েকদিন আগে রটে যায় কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। তবে সে গুজবে ইতি নিজেই টেনেছেন অভিনেত্রী। আর এরই মাঝে হঠাৎ করেই ভাইরাল হল কিয়ারার এক পুরনো সাক্ষাৎকার। যেখানে কিয়ারা জানিয়ে ছিলেন ঠিক কী কারণে তিনি মা হতে চান।

Advertisement

[আরও পড়ুন: ‘রোজ গীতা পড়ুন, সব সমস্যার সমাধান পাবেন’, কঠিন সময়ে নবনীতাকে পরামর্শ]

ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন, ”আমি খেতে খুব ভালবাসি। কিন্তু অভিনয়ের জন্য অনেক বাধা নিষেধ মানতে হয়। একমাত্র অন্তঃসত্ত্বা হলেই অনেক রকম কিছু খেতে পারব। তাই জলদিই মা হতে চাই।”

‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা।

[আরও পড়ুন: ‘অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়’! কাকে খোঁচা স্বস্তিকার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement