কৃশানু মজুমদার: আই লিগে লাগাতার হতাশাজনক পারফরম্যান্সের জের। কোচ আন্দ্রেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলল মহামেডান স্পোর্টিং। শোনা যাচ্ছে, তাঁর উত্তরসূরি হিসেবে যোগ দেবেন মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)।
চলতি আই লিগে সাত ম্যাচের চারটিতেই পরাস্ত সাদা-কালো ব্রিগেড। সাত পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ন’নম্বরে তারা। মঙ্গলবারও কেনক্রের কাছে আটকে যান আন্দ্রের ছেলেরা। দলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করলেও আই লিগে মহামেডানের (Mohammedan SC) পারফরম্য়ান্সে বেশ হতাশ করছে ক্লাব কর্তাদের। শুধু তাই নয়, কোচের একাধিক আচরণেও বেশ বিরক্ত তাঁরা বলে খবর। ম্যাচ হারলেই নাকি ড্রেসিংরুমে ফুটবলারদের উপর ক্ষোভে ফেটে পড়েন কোচ। ফলে হারের হতাশায় আরও মুষড়ে পড়েন তাঁরা। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তিনি কুসংস্কারাচ্ছন্ন বলেও অভিযোগ রয়েছে। কারও কারও আবার দাবি, কোচের একরোখা স্বভাবের জন্যই নাকি গতবার আই লিগ ট্রফি হাতছাড়া হয় মহামেডানের। সেই কারণেই তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাব।
[আরও পড়ুন: নিয়োগের দাবিতে বিক্ষোভের ‘শাস্তি’, টেট উত্তীর্ণদের নির্মম ভাবে পেটাল নীতীশের পুলিশ!]
আন্দ্রের পরিবর্তে স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর। মোহনবাগানের দায়িত্ব নিয়ে সাফল্য পেয়েছেন। সম্প্রতি ডায়মন্ড হারবার এফসির কোচিংয়ের দায়িত্বেও ছিলেন তিনি। মহামেডানের হেডস্যর হওয়ার দৌড়ে নাম উঠে আসে দুই প্রধানের দায়িত্ব সামলানো কোচ খালিদ জামিলেরও। তবে কিবুর দিকেই সমর্থন বেশি। কারণ তিনি ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারেন। তাছাড়া জুনিয়রদের নিয়েও কাজ করতে ভালবাসেন। তাই নম্র, ভদ্র স্বভাবের কিবুকেই হয়তো এবার সাদা-কালো ব্রিগেডের চালকের আসনে দেখা যাবে।
আগামী ১৬ ও ২২ ডিসেম্বর মহামেডানের ম্যাচ রয়েছে যথাক্রমে রিয়াল কাশ্মীর ও সুদেভা দিল্লির বিরুদ্ধে। শোনা যাচ্ছে, এই দুই ম্যাচে আর রিমোট কন্ট্রোল কোচ আন্দ্রের হাতে থাকবে না। সহকারী কোচেরাই ম্যাচ পরিচালনা করবেন। তারপরই আই লিগে সপ্তাহ দুয়েকের বিরতি। যা খবর, সেই সময়ই দলে যোগ দিয়ে ফুটবলারদের সঙ্গে মানিয়ে-গুছিয়ে নেবেন কিবু। তাঁর হাত ধরে লাখো সেলামের ক্লাবের ভাগ্য ফেরে কি না, সেটাই দেখার।