shono
Advertisement
KIFF 2024

কলকাতা চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিনে কোন কোন সিনেমার দিকে নজর থাকবে?

উৎসবের বিদায়লগ্ন আসন্ন। তবে এখনও কিছু ভালো সিনেমা রয়েছে তালিকায়।
Published By: Suparna MajumderPosted: 08:01 PM Dec 09, 2024Updated: 08:23 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার সিনেমা উৎসবের ষষ্ঠ দিন এসেই গেল। অতএব ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিদায়লগ্ন আসন্ন। তবে তার আগে মঙ্গলবার রয়েছে একগুচ্ছ সিনেমা, শর্টফিল্ম, তথ্যচিত্র। কোন কোন সিনেমার দিকে নজরে থাকবে এবং তা কোথায় দেখা যাবে, জেনে রাখুন সেই তথ্য।

Advertisement

সায়াত নোভা

প্রথমেই নন্দন ১। সকাল নটা থেকে এখানে দেখা যাবে সের্দেই পরাজানভ পরিচালিত 'সায়াত নোভা' (দ্য কালার অফ পমেগ্রানেটস)। আর্মেনিয়ান কবি-সঙ্গীতজ্ঞ সায়াত-নোভার জীবন অবলম্বনে তৈরি এই ছবি। কিংবদন্তি পরিচালক হরিসাধন দাশগুপ্তর জন্মশতবর্ষ। তাঁর 'একই অঙ্গে এত রূপ' সিনেমাটি বেলা দেড়টা থেকে দেখা যাবে নন্দন ২ প্রেক্ষাগৃহে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, বসন্ত চৌধুরী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা।

শতবর্ষে শিল্পী তথা অধ্যাপক কে জি সুব্রহ্মণ্যন। তাঁকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক গৌতম ঘোষ। তা বিকেল পাঁচটা থেকে দেখতে পাবেন নন্দন ৩ প্রেক্ষাগৃহে। প্রখ্যাত অহমিয়া ছবির পরিচালক হিরেন বোরার 'বোর্খা দ্য ভেল' সিনেমাটি বেলা দেড়টা থেকে দেখতে পাবেন রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে।

বোর্খা দ্য ভেল

এখানেই আবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে দেখতে পাবেন দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায় পরিচালিত 'মন মাতাল'। অভিনয়ে শিলাজিৎ মজুমদার, আরিয়ান ভৌমিক, গুঞ্জন ভরদ্বাজ, অভিষেক রথ।

নজরুল তীর্থ ১ প্রেক্ষাগৃহে বেলা দেড়টা থেকে দেখা যাবে আলেহান্দ্রা স্টেফানি পরিচালিত 'মাইসেলিয়া'। এক মাশরুম সংগ্রহকারী ও মাইসেলিয়ার প্রেমের কাহিনি। নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহে বেলা দুটো থেকে দেখতে পাবেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা ‘আপিস’।

আপিস

বাণী বসুর কাহিনি অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী ও সন্দীপ্তা সেন। নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহেই বিকেল পাঁচটা থেকে দেখা যাবে অর্ক মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা 'কাল্পনিক'।

কানজয়ী অনসূয়া সেনগুপ্ত অভিনীত 'শেমলেস' দেখার সুযোগ আবারও থাকছে। কনস্ট্যানটিন বোঁজ্যনভ পরিচালিত ছবিটি বিকেল চারটে থেকে দেখা যাবে রাধা স্টুডিওতে। এখানেই সকাল এগারোটায় দেখতে পাবেন বারীন সাহার 'তেরো নদীর পারে।'

দ্য শেমলেস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমেই নন্দন ১। সকাল নটা থেকে এখানে দেখা যাবে সের্দেই পরাজানভ পরিচালিত 'সায়াত নোভা'।
  • নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহে বেলা দুটো থেকে দেখতে পাবেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা ‘আপিস’।
Advertisement