shono
Advertisement

Breaking News

ভিতর থেকেই বিচারব্যবস্থাকে বদনাম করার চেষ্টা হচ্ছে! দাবি আইনমন্ত্রী রিজিজুর

ফের কি বিচারপতিদের বিঁধলেন আইনমন্ত্রী?
Posted: 01:43 PM Mar 05, 2023Updated: 01:47 PM Mar 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে তিনি নিজেই প্রশ্ন তুলেছিলেন দেশের বিচারব্যবস্থার মূল ভিত হিসাবে পরিচিত কলেজিয়াম সিস্টেম নিয়ে। এবার তিনিই দাবি করছেন, বিচারব্যবস্থাকে ভিতর থেকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এমনকী, দেশের বাইরে থেকেও বদনাম করা হচ্ছে বিচারব্যবস্থাকে।

Advertisement

কিরেন রিজিজুর (Kiren Rijiju) দাবি,”ভারতের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা যায় না। বিচারপতিদের পাণ্ডিত্য নিয়ে প্রকাশ্যে আলোচনা করা যায় না।” তাঁর অভিযোগ, “মাঝে মাঝে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারব্যবস্থার ভিতর থেকে এবং বাইরে থেকে বিচারব্যবস্থাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। গোটা বিশ্বকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ভারতের গণতন্ত্র সংকটাপন্ন। এটা আমাদের দেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা মাত্র।”

[আরও পড়ুন: প্রেমের টানে দুই সন্তানের বাবাকে বিয়ে, দু’মাসেই ভাঙল ভুল! মর্মান্তিক পরিণতি মহিলার]

কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি, কেউ কেউ চাইছেন বিচারব্যবস্থা বিরোধী দলের মতো কাজ করুক। কিন্তু আমার বিশ্বাস বিচারব্যবস্থা কোনওভাবেই এটা মেনে নেবে না। আমি নিশ্চিত, বিচারব্যবস্থার অন্দরে থেকেই এটার বিরোধিতা হবে। তাঁর সাফ কথা, যেভাবে প্রকাশ্যে বিচারব্যবস্থার সমালোচনা করা হচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না। এটা হওয়া উচিত নয়।

[আরও পড়ুন: ভুল চিকিৎসায় রোগী মৃত্যু, ৬ মাসের জন্য বর্ধমানের চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল]

উল্লেখ্য, এই মুহূর্তে কলেজিয়ামের (Supreme Court Collegium) সঙ্গে কেন্দ্রের বিবাদ চরমে। আসলে কেন্দ্র চাইছে সনাতনী কলেজিয়ামের কাঠামো বদলে তাতে সরকারেরও প্রতিনিধি রাখা হোক। কিন্তু বিচারব্যবস্থার অন্দর থেকেই কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা হচ্ছে। প্রধান বিচারপতি নিজে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সমালোচনা করেছেন বারবার। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement