সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে একের পর এক দুর্ঘটনায় রেলযাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। ফের দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ল ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা। উত্তরপ্রদেশের বিজনৌরে খুলে গেল ধানবাদগামী কিষাণ এক্সপ্রেসের ১০ টি বগি। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, রবিবার ভোর ৪ টে নাগাদ উত্তরপ্রদেশে থেকে রওনা দিয়েছিল যাত্রীবাহী ট্রেনটি। পথে সেহৌরা স্টেশনের কাছে প্রবল ঝাঁকুনি দিয়ে খুলে যায় ট্রেনের ১০টি কামরা। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পর ইঞ্জিনের সঙ্গে বাকি বগিগুলি জুড়ে ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: ‘প্রতিভাকে দমন করে পরিবারবাদের রাজনীতি’, মন কি বাতে বললেন মোদি]
রেলের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, দুটি স্লিপার কোচের কাপলিং আলাদা হয়ে গেলে এই ধরনের ঘটনা ঘটে। এখানে ঠিক সেটাই ঘটেছে। তবে এর জেরে বড় দুর্ঘটনাও ঘটতে পারত বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগ পরীক্ষা উপলক্ষে ওই ট্রেনে ছিলেন ২০০-র বেশি চাকরিপ্রার্থী। ট্রেন দুর্ঘটনার মুখে পড়ায় বিপাকে পড়েন তারা। প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে স্থানীয় পুলিশ ও রেলের সহায়তায় তিনটি বাস ভাড়া করা হয়।
[আরও পড়ুন: হয় দ্রুত বিচার, না হয় মুক্তি, দীর্ঘদিন ‘ঝুলে থাকা’ মামলা নিয়ে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের]
সাম্প্রতিক কালে একের পর এক ট্রেন দুর্ঘটনায় বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় রেলকে। সপ্তাহখানেক আগে উত্তরপ্রদেশেই আমদাবাদগামী সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি আলাদা হয়ে গিয়েছিল। সে সময় ট্রেনে ছিলেন প্রায় ২২০০ যাত্রী। তার আগে জুলাই মাসে গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় প্রাণ হারান বেশ কয়েকজন যাত্রী।