shono
Advertisement

Breaking News

প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’

নীতি পুলিশের ‘দাদাগিরি’র বিরুদ্ধে এভাবেই হয়েছে কলরব৷ The post প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:46 PM Mar 10, 2017Updated: 09:16 AM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’৷ এবার ঠিকানা কোচির মেরিন ড্রাইভ৷ যেখানে নীতি পুলিশের বিরুদ্ধে ভালবাসাকে হাতিয়ার করে সোচ্চার হয়েছে প্রতিবাদী গোষ্ঠী৷ যাঁদের কেউ কলেজ পড়ুয়া, কেউ চাকুরে, কেউ বা শিল্পী৷ সবাই চুম্বনকেই বেছে নিয়েছেন নীতি পুলিশের ‘দাদাগিরি’র বিরুদ্ধে হাতিয়ার হিসেবে৷

Advertisement

স্ত্রীর এই আকুল প্রার্থনাতেও মন গলেনি পুলওয়ামার নিহত জঙ্গির

ঘটনার সূত্রপাত হয় বুধবার যখন কোচির মেরিন ড্রাইভে ঘুরতে আসে যুগলদের নিগ্রহ করে শিবসেনার একাধিক কর্মী৷ যুগলদের রীতিমতো হেনস্তা করা হয়৷ অভিযোগ, পুলিশের চোখের সামনেই এমন ঘটনা ঘটেছে৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ ঘটনার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য৷ বিভিন্ন জায়গায় এভাবেই প্রতিবাদ জানানো হয়েছে৷ মেরিন ড্রাইভে জমায়েত হয়েছিলেন বহু মানুষ৷ কেউ একে অন্যকে চুম্বন করে প্রতিবাদ জানিয়েছেন, কেউ ছবি এঁকে সোচ্চার হয়েছে৷ অনুষ্ঠিত হয়েছে পথনাটিকাও৷

ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার

ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীদের দল থেকে বরখাস্ত করেছে শিবসেনা৷ দলের তরফ থেকে ঘটনায় দুঃখ প্রকাশ করে সেকথা জানিয়ে দিয়েছে আদিত্য ঠাকরে৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে একাধিক ব্যক্তিকে৷ রাজ্য প্রশাসনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে মেরিন ড্রাইভের নিরাপত্তার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরকে৷ কয়েকজন পুলিশ কর্মীকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে৷

‘ভারত-পাক সংঘাতে হতে পারে পরমাণু যুদ্ধ’

The post প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement