shono
Advertisement

ঘুড়ির সুতোয় ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, জখম এক চিকিৎসক

হেলমেট পরেও রেহাই নেই বাইক আরোহীর! The post ঘুড়ির সুতোয় ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, জখম এক চিকিৎসক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Dec 02, 2018Updated: 05:14 PM Dec 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুড়ির মাঞ্জা সুতোয় দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে৷ গুরুতর জখম এক চিকিৎসক৷ এসএসকেএম হাসপাতালে ভরতি তিনি৷ আতঙ্কিত বাইক আরোহীরা৷

Advertisement

[ চার্জারের তারের ফাঁসে রজতকে খুন! জেরায় অপরাধ কবুল অনিন্দিতার]

আকাশে ঘুড়ির অভাব নেই৷ কিন্তু সেই ঘুড়ির মাঞ্জা সুতোয় মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা৷ মাথায় হেলমেট পড়লেও রেহাই নেই! রবিবার বিকেলে বাইকে চেপে এসএসকেএম হাসপাতাল থেকে মুকুন্দপুর যাচ্ছিলেন এক ব্যক্তি৷ তিনি পেশায় চিকিৎসক, এসএসকেএম হাসপাতালে চাকরি করেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা উড়ালপুলে ঘুড়ির ধারালো মাঞ্জা সুতোর আঘাতে গুরুতর জখম হন ওই চিকিৎসক৷ চোখের নিচ থেকে গলগল করে রক্ত বেরতে থাকে৷ ওই অবস্থায় কোনওমতে বাইকটি থামান তিনি৷ দীর্ঘক্ষণ মুখে রুমাল চেপে মা উড়ালপুলে দাঁড়িয়েছিলেন ওই চিকিৎসক৷ ঘটনাটি নজরে পড়ে অন্য এক বাইক আরোহীর৷ পুলিশে খবর দেন তিনি৷ ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ৷ আহত চিকিৎসককে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে৷

ঘুড়ির মাঞ্জা সুতোয় এর আগেও রক্তারক্তি কাণ্ড ঘটেছে মা উড়ালপুলে৷ উড়ালপুল দিয়ে বাইকে করে যাওয়ার সময়ে ধারালো সুতো গলায় জড়িয়ে গিয়েছিল হাওড়ার বাসিন্দা সমর মজুমদারের৷ কোনওমতে উড়ালপুল থেকে নেমে পার্ক সার্কাসের কাছে বাইক থামান সমরবাবু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষেরা৷ তার আগে মা উড়ালপুলে মাঞ্জা সুতো জড়িয়ে গুরুতর জখম হন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র৷ একের পর এক দুর্ঘটনার কারণে মাঞ্জা সুতো বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করেছে প্রশাসন৷ কিন্তু তাতেও রেহাই পাচ্ছেন না বাইক আরোহীরা৷ উলটে আতঙ্ক আরও বাড়ছে৷     

[ ধুতি-পাঞ্জাবি পরে ইংরেজিতে শপথ নেবেন ফিরহাদ]

The post ঘুড়ির সুতোয় ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, জখম এক চিকিৎসক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement