সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুড়ির মাঞ্জা সুতোয় দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে৷ গুরুতর জখম এক চিকিৎসক৷ এসএসকেএম হাসপাতালে ভরতি তিনি৷ আতঙ্কিত বাইক আরোহীরা৷
[ চার্জারের তারের ফাঁসে রজতকে খুন! জেরায় অপরাধ কবুল অনিন্দিতার]
আকাশে ঘুড়ির অভাব নেই৷ কিন্তু সেই ঘুড়ির মাঞ্জা সুতোয় মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা৷ মাথায় হেলমেট পড়লেও রেহাই নেই! রবিবার বিকেলে বাইকে চেপে এসএসকেএম হাসপাতাল থেকে মুকুন্দপুর যাচ্ছিলেন এক ব্যক্তি৷ তিনি পেশায় চিকিৎসক, এসএসকেএম হাসপাতালে চাকরি করেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা উড়ালপুলে ঘুড়ির ধারালো মাঞ্জা সুতোর আঘাতে গুরুতর জখম হন ওই চিকিৎসক৷ চোখের নিচ থেকে গলগল করে রক্ত বেরতে থাকে৷ ওই অবস্থায় কোনওমতে বাইকটি থামান তিনি৷ দীর্ঘক্ষণ মুখে রুমাল চেপে মা উড়ালপুলে দাঁড়িয়েছিলেন ওই চিকিৎসক৷ ঘটনাটি নজরে পড়ে অন্য এক বাইক আরোহীর৷ পুলিশে খবর দেন তিনি৷ ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ৷ আহত চিকিৎসককে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে৷
ঘুড়ির মাঞ্জা সুতোয় এর আগেও রক্তারক্তি কাণ্ড ঘটেছে মা উড়ালপুলে৷ উড়ালপুল দিয়ে বাইকে করে যাওয়ার সময়ে ধারালো সুতো গলায় জড়িয়ে গিয়েছিল হাওড়ার বাসিন্দা সমর মজুমদারের৷ কোনওমতে উড়ালপুল থেকে নেমে পার্ক সার্কাসের কাছে বাইক থামান সমরবাবু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষেরা৷ তার আগে মা উড়ালপুলে মাঞ্জা সুতো জড়িয়ে গুরুতর জখম হন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র৷ একের পর এক দুর্ঘটনার কারণে মাঞ্জা সুতো বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করেছে প্রশাসন৷ কিন্তু তাতেও রেহাই পাচ্ছেন না বাইক আরোহীরা৷ উলটে আতঙ্ক আরও বাড়ছে৷
[ ধুতি-পাঞ্জাবি পরে ইংরেজিতে শপথ নেবেন ফিরহাদ]
The post ঘুড়ির সুতোয় ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, জখম এক চিকিৎসক appeared first on Sangbad Pratidin.