shono
Advertisement

জীবনধারণে বাতাস জরুরি, পরীক্ষায় বিড়ালছানাকে বাক্সে ভরার নির্দেশ পাঠ্যবইয়ে

চতুর্থ শ্রেণির ছাত্রকে এই প্রয়োজনীয়তা বোঝাতে আর কি কোনও পরীক্ষা ছিল না? প্রশ্ন তোলেন অভিভাবকরা৷ The post জীবনধারণে বাতাস জরুরি, পরীক্ষায় বিড়ালছানাকে বাক্সে ভরার নির্দেশ পাঠ্যবইয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:12 PM Feb 08, 2017Updated: 07:42 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁচতে গেলে বাতাসের প্রয়োজন৷ কীভাবে তা প্রমাণ করা যায়? ছোট্ট একটা পরীক্ষাই যথেষ্ট৷ বিড়ালছানাকে বাক্সের মধ্যে ভরে ফেলা যাক৷ যে বাক্সে কোনও বাতাস ঢোকার কোনও রাস্তা নেই৷ এবার বাক্সের মুখ বন্ধ করে খানিকক্ষণ রেখে দিতে হবে৷ তারপর খুলে দেখলে দেখা যাবে, বাতাসের অভাবে বিড়ালছানাটি মারা গিয়েছে৷ অপর একটি বাক্স যেখানে বাতাস চলাচল করতে পারে, সেখানে বিড়ালছানাকে রাখলে তার কোনও ক্ষতি হবে না৷ এতেই প্রমাণিত হবে বাঁচতে বাতাস জরুরি৷ চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে লেখা এই পরীক্ষা নিয়েই উঠল বিতর্কের ঝড়৷

Advertisement

মহিলাদের মন জয় করতে এবার ভোটের আসরে ‘মোদি শাড়ি’

জানা যাচ্ছে, রাজধানী-সহ উত্তর ভারতের বেশ কিছু স্কুলে চালু আছে এই পাঠ্যপুস্তক৷ কিছুদিন আগে পুরো বিষয়টি নজরে আসে অভিভাবকদের৷ চতুর্থ শ্রেণির ছাত্রকে এই প্রয়োজনীয়তা বোঝাতে আর কি কোনও পরীক্ষা ছিল না? প্রশ্ন তোলেন অভিভাবকরা৷ স্কুল কর্তৃপক্ষের কাছে দায়ের হয় অভিযোগও৷ সরলমতি পড়ুয়াদের মনে এই পরীক্ষা বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে৷

২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা

অভিযোগ পাওয়ার পরই এই পরিবেশবিদ্যা শিক্ষার এই পাঠ্যবই স্কুলে বিতরণ বন্ধ করে দিয়েছে প্রকাশনা সংস্থাটি৷ তবে কীভাবে বাচ্চাদের শিক্ষা দিতে এরকম একটা পরীক্ষার কথা লেখা হল, সে প্রশ্ন থেকেই গিয়েছে৷ অভিযোগ পেয়ে সরব হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিমাল প্রোটেকশন অরগানাইজেশনও৷ বিভিন্নমহল থেকে অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট প্রকাশনার সঙ্গে কথা বলেছেন সংস্থার সদস্যরা৷ ইতিমধ্যেই বইয়ের ওই অংশটি তুলে নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে প্রকাশনা সংস্থাটি৷

ভারতীয় প্রেমিকের সঙ্গে হিন্দুমতে বিয়ে সারলেন মার্কিনি তরুণী

The post জীবনধারণে বাতাস জরুরি, পরীক্ষায় বিড়ালছানাকে বাক্সে ভরার নির্দেশ পাঠ্যবইয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement