সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যে মাঠ থেকে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) স্বপ্নের উত্থান ঘটেছিল বললে ভুল বলা হয় না। গত বছর গুজরাট টাইটান্সের (GT) শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে নাইটদের (Kolkata Knight Riders) জিতিয়ে ছিলেন রিঙ্কু। চলতি আইপিএলে (IPL 2024) সেই মাঠে খেলতে নামার আগেই হুঙ্কার দিয়ে রাখলেন নাইট ব্যাটার।
সেই ম্যাচে শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। অতি বড় নাইট ভক্তও জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু কে জানত, সেদিনের অনামী রিঙ্কু এই ম্যাচটিকেই বেছে নেবেন নায়ক হওয়ার জন্য! যশ দয়ালের (Yash Dayal) ওভারে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান রিঙ্কু। ভারতীয় ক্রিকেটের নতুন 'ফিনিশার' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
[আরও পড়ুন: ‘অধিনায়ক হিসেবে আমার সবচেয়ে বড় ভুল’, কাকে ছাড়া নিয়ে আফশোস গম্ভীরের?]
এবারের ছবিটা যদিও সম্পূর্ণ আলাদা। লিগ শীর্ষে থেকে প্লে অফে যোগ্যতা অর্জন করেছে নাইট রাইডার্স। শেষ চারের লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছে গুজরাট। যশ দয়াল এখন বেঙ্গালুরুর বোলার। অন্যদিকে রিঙ্কুও তাঁর চেনা মেজাজে নেই। নিজেও স্বীকার করেছেন, ফর্মে সামান্য 'আপ-ডাউন' চলছে। কিন্তু আহমেদাবাদে নামতেই ফিরে আসার বার্তা দিয়ে রাখলেন নাইট তারকা।
[আরও পড়ুন: ‘ওঁর নামে মন্দির হবে’, চেন্নাইয়ের ‘ভগবান’ ধোনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন সতীর্থের]
নাইটদের গুজরাটে উড়ে যাওয়ার ভিডিও কেকেআর থেকে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে খোশমেজাজেই পাওয়া গেল ক্রিকেটারদের। রিঙ্কুও রয়েছেন হাসিমুখে। আহমেদাবাদে পা রেখেই বললেন, 'ফির সে আ গায়ে বেটে হাম'। এক বাক্যেই অনেক কথা বলে দিলেন রিঙ্কু। এবার দেখার গুজরাটের বিরুদ্ধে তাঁর ব্যাট ফের কথা বলে কিনা।