shono
Advertisement

‘শাহরুখ ভাইয়ের কিছু না বলাটা আমাকে আরও রক্তাক্ত করে দিল’

আইপিএলে একমাত্র সংবাদ প্রতিদিনের জন্য লিখছেন গৌতম গম্ভীর৷ The post ‘শাহরুখ ভাইয়ের কিছু না বলাটা আমাকে আরও রক্তাক্ত করে দিল’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:01 AM May 15, 2017Updated: 10:47 AM Jul 11, 2018

আইপিএলে একমাত্র সংবাদ প্রতিদিনের জন্য লিখছেন গৌতম গম্ভীর৷ কেকেআর অধিনায়ক জানালেন, আসন্ন  হায়দরাবাদ ম্যাচে বেশ কয়েকটা কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি৷

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের বিরু‌দ্ধে আমার টিম যা খেলল তারপর সত্যিই জানি না কী বলা উচিত৷ আপনাদের কাছে শুধু ক্ষমাই চাইতে পারি আমি৷ ক্রিকেটজীবনের চড়াই-উতরাই আমাকে অনেক জ্বালা ধরানো হারের মুখে ফেলেছে৷ কিন্তু শনিবারের ইডেন গার্ডেন্সের হারটা সবচেয়ে জঘন্য৷ আমরা দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন টিম৷ আমাদের টিমে বেশ কয়েকজন দুর্দান্ত ভারতীয় ব্যাটসম্যান রয়েছে৷ তার উপর আমরা নিজেদের ঘরের মাঠে খেলছিলাম৷ ম্যাচে আমরা কর্তৃত্বও ছিল আমাদের৷ কিন্তু তার পরেও হেরে শেষ করতে হল৷ আমদের দরকার ছিল ক্রিকেটীয় চেতনার৷ প্রয়োজন ছিল নিজেদের শান্ত রাখা৷ আর সব কিছুর উপরে দরকার ছিল বেগুনি জার্সির গর্বটাকে অনুভব করা৷ দুঃখের হল, সে সবের একটাও দেখতে পাওয়া যায়নি৷

[জানেন, মেসেজে কী লিখলে মহিলাদের থেকে উত্তর আসবেই?]

টিমমেটদের একের পর এক আত্মহত্যা করতে দেখে বিধ্বস্ত লাগছিল৷ বল পিছু এক রানের একটু বেশি প্রয়োজন ছিল আমাদের৷ সব কিছু আমাদের দিকেই ছিল৷ রাতের দিকে ইডেনে এমনিতেই শিশির পড়ে৷ পিচেও কোনও আতঙ্ক ছিল না৷ স্টেডিয়াম জুড়ে যে চিৎকারটা উঠছিল, সেটাও কেকেআরের জন্য৷ এর পর তো আমাদের কাছে ম্যাচটা কেকওয়াক হওয়া উচিত ছিল৷ উচিত ছিল, প্রথম দুইয়ে শেষ করে ইডেন ছাড়া৷ তার বদলে আমরা কী করলাম? না, বারবার বড় শটের দিকে গিয়ে ম্যাচটা হেরে বসলাম। কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পাই না আমি৷ কিন্তু আমাদের কোনও কোনও ব্যাটসম্যান যে রকম গা ছাড়া মনোভাব দেখিয়েছে, তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়৷

[অনলাইনে এই দম্পতির যৌন মিলনের দৃশ্য দেখল গোটা দুনিয়া]

আর এই গা ছাড়া মনোভাব কখন আসল? না, সাপোর্ট স্টাফকে দিয়ে দু’বার মেসেজ পাঠানোর পর৷ বলার পর যে, তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই৷ এমনকী প্রথম স্ট্র্যাটেজিক ব্রেকের সময় কালিস এবং কাটিচ ব্যাটসম্যানদের বোঝায় যে, আকাশে শট মারারই দরকার নেই৷ ম্যাচ শুরুর আগেও টিম মিটিংয়ে বলা হয়েছিল যে, আমরা এই ম্যাচটা একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলছি৷ তাই প্রথম ছ’জনকে অধিকাংশ দায়িত্বটা নিতে হবে৷ যার মানে হল, রান তাড়া করার সময় অন্তত একজন ব্যাটসম্যান ষোলো-সতেরো ওভার পর্যন্ত থাকবে৷ কিন্তু দেখুন আমরা কী করলাম? ম্যাচ শেষের পর আমাদের ড্রেসিংরুম এক কথায় নিস্তব্ধ হয়ে গিয়েছিল৷ কেউ কেউ তো কেঁদেও ফেলল৷ ওদের দুঃখটা আমি বুঝি৷ কিন্তু এই পরিস্থিতির জন্য আমাদের নিজেদেরই দায় নিতে হবে৷ দোষ নিজেদেরই দিতে হবে৷

[‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’]

শাহরুখ ভাইয়ের সঙ্গে দেখা হল ম্যাচের পর৷ দেখলাম, উনি সাধারণত যে রকম চনমনে থাকেন, সে রকমই৷ খারাপ কিছু বললেন না৷ যা ভেতরে ভেতরে আমাকে আরও রক্তাক্ত করে দিচ্ছিল৷ মনুষ্য স্বভাবই হল, সবার সামনে ভুল কিছু করলে আপনি চাইবেন বকাঝকা খেতে৷ তার পর পুরো ব্যাপারটাকে ঝেড়ে ফেলে এগিয়ে যেতে৷ কিন্তু শাহরুখ ভাই একটাও নেগেটিভ কথা বললেন না৷ যার মানে, উনি ভেতরে ভেতরে গুমরোচ্ছিলেন৷ রবিবার সম্ভবত এই আইপিএলের সবচেয়ে লম্বা দিন গেল৷ আইপিএলের দশ বছর পূর্তি উপলক্ষ্যে দুপুরে পার্টি রেখেছিল কেকেআর৷ যেখানে সমর্থক থেকে মালিক, প্লেয়ার, স্পনসর, সবাই ছিলেন৷ কিন্তু ব্যাঙ্কোয়েট হলে হাসি, নাচ-গানের মধ্যে বসেও আমি কিছুতেই যেন শনিবারের ম্যাচটা থেকে বেরোতে পারছিলাম না৷

[সন্তানকে ফিরিয়ে আনতে নর্দমার নোংরা জল পান করলেন এই মা]

বুধবার বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে আমাকে কিছু কড়া সিদ্ধান্ত নিতে দেখবেন৷ সিদ্ধান্তগুলো টিম কম্পোজিশন নিয়ে৷ পরিষ্কার বলে দিচ্ছি, আমি কোনও নাম দেখব না৷ জেতার খিদে, টিমের প্রতি গর্ব আর লড়ার ইচ্ছেই এ বার ঠিক করবে কে আসল নাইট আর কে নয়।

[পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের যুব সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক সেনাপ্রধানের]

(দীনেশ চোপড়া মিডিয়া)

The post ‘শাহরুখ ভাইয়ের কিছু না বলাটা আমাকে আরও রক্তাক্ত করে দিল’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement