সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স শিবিরের জন্য স্বস্তির খবর। আফগান তারকা রাহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম সেঞ্চুরি পেলেন। ৫০ বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নাইট তারকা শারজায় ঝড় তুলে সেঞ্চুরি হাঁকান।
গুরবাজ সাতটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকান। ইনিংসের শুরু থেকেই গুরবাজ রুদ্র মূর্তি ধরেন। ইনিংস যত এগোতে থাকে, গুরবাজ ততই বিপজ্জনক হয়ে ওঠেন। গুরবাজ ছাড়া ইব্রাহিম জাদরান ৪৩ বলে ৫৯ রান করেন। গুরবাজ ফেরেন ১০০ রানে। নাইট তারকার মারমুখী ইনিংসে আফগানিস্তান নির্ধারিত ২০ওভারে তোলে ৩ উইকেটে ২০৩ রান।
[আরও পড়ুন: রিজওয়ানের আউট নিয়ে বিতর্ক চলছেই, আইসিসির দ্বারস্থ পিসিবি]
তৃতীয় আফগান ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরির নজির গড়লেন গুরবাজ। আফগানিস্তানের রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস ৪ উইকেটে ১৩১ রানে শেষ হয়ে যায়। আফগানিস্তান ৭২ রানে ম্যাচ জিতে নেয়।
আগামী বছর আইপিএল। তার পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কেকেআর শিবির তাদের মেন্টর করেছে গৌতম গম্ভীরকে। নাইটরা এবার কেমন পারফর্ম করে, সেটাই দেখার। তবে আইপিএলের আগে গুরবাজের সেঞ্চুরি স্বস্তিতে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে।
গত বারের আইপিএল ভালো যায়নি কেকেআর-এর। গুরবাজও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স তুলে ধরতে পারেননি। এবারের নিলামে কেকেআর শিবির আকাশছোঁয়া দরে দলে নিয়েছে মিচেল স্টার্ককে। আসন্ন আইপিএলে কেকেআর কী করে সেটাই এখন দেখার।