সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে কারও পৌষমাস কারও সর্বনাশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঋষভ পন্থ চোট পাওয়ায় প্রথমবার দেশের জার্সি গায়ে উইকেটকিপিংয়ের সুযোগ পেয়েছিলেন কেএল রাহুল। তারপর তাঁর দুর্দান্ত পারফরম্যান্স মন জয় করে টিম ম্যানেজমেন্টের। ফলস্বরূপ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনিই হয়ে ওঠেন কোহলির প্রথম পছন্দ। এবার রাহুলের ভাগ্যে ছিঁড়ল নেতৃত্বের শিকেও।
নিউলিজ্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে। তাই শেষ ম্যাচে বিশ্রামে বিরাট কোহলি। রবিবাসরীয় মাউন্ট মানগানুইয়ে নেতৃত্বের দায়িত্ব ছিল রোহিত শর্মার কাঁধে। কিন্তু ব্যাটিংয়ের সময় কুঁচকিতে চোট লাগে তাঁর। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় দলের হিটম্যান। তখন ১৭ ওভার চলছে। চোট পাওয়ার পরও দেখা যায় উঠে ছক্কা হাঁকান তিনি। কিন্তু তখনও অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক। ৪১ বলে ৬০ রান করে রিটায়ার্ড হার্ট হয়েই ড্রেসিংরুমে ফেরেন। চোট যে বেশ গুরুতর, তা বোঝা যায় যখন কিউয়িদের ইনিংসে পরিবর্ত ক্যাপ্টেনের ভূমিকায় অবতীর্ণ হন রাহুল।
[আরও পড়ুন: সুযোগ দেয়নি পাকিস্তান, ব্যাংককে ভারতের দলের হয়ে খেললেন কানেরিয়া]
উইকেটকিপার থেকে অধিনায়ক- অল্পদিনের মধ্যেই নানা ভূমিকায় ধরা দিলেন রাহুল। উইকেটের পিছনে দাঁড়িয়ে নিজেকে ভালভাবেই প্রমাণ করেছেন তিনি। চলতি সিরিজে ব্যাটসম্যান হিসেবেও সাফল্য পেয়েছেন। এদিন তো ৩৩ বলে ৪৫ রান করে নয়া রেকর্ডের মালিকও হয়ে গেলেন কর্ণাটকের ব্যাটসম্যান। ভারতীয় হিসেবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের পাশে লেখা হয়ে গেল রাহুলের নাম। পাঁচ ম্যাচে তাঁর ঝুলিতে ২২৪ রান। রাহুল টপকে গেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। এর আগে অজিবাহিনীর বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলি করেছিলেন ১৯৯ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের সংগ্রহ ছিল ১৬২। এবার দেখার প্রথমবারের জন্য অর্ধেক ইনিংস নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে পারেন কি না। নিঃসন্দেহে তাহলে ষোলো কলা পূর্ণ হবে রাহুলের।
[আরও পড়ুন: ঘরের মাঠে দাঁতনখহীন অ্যারোজের কাছেও হার, লিগের লড়াইয়ে আরও পিছোল ইস্টবেঙ্গল]
The post চোট নিয়ে মাঠ ছাড়লেন রোহিত, ব্যাট হাতে নজির গড়ে অধিনায়কের ভূমিকায় রাহুল appeared first on Sangbad Pratidin.