shono
Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল থেকে বাদ পড়ছেন কেএল রাহুল! স্ক্যানারে বিরাটের পারফরম্যান্সও

এখনও ফিট নন অধিনায়ক রোহিত শর্মা।
Posted: 10:44 AM Dec 25, 2022Updated: 10:44 AM Dec 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর সুযোগ নয়। এবার ভারতের টি-২০ দল থেকে স্থায়ীভাবে বাদ পড়তে চলেছেন সহ-অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাঁকে আর দলে রাখা হবে না। এমনটাই দাবি বিসিসিআই সূত্রে। শুধু রাহুল নন, টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও নতুন করে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে। 

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ জানুয়ারি থেকে টি-২০ সিরিজ শুরু হচ্ছে। ৩ ম্যাচের এই সিরিজের জন্য দল বাছবে চেতন শর্মার (Chetan Sharma) নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। বিশ্বকাপে ব্যর্থতার পর চেতন শর্মাদের ছেঁটে ফেলা হলেও বিসিসিআই এখনও নতুন করে নির্বাচকমণ্ডলী বেছে নিতে পারেনি। যা পরিস্থিতি তাতে নতুন নির্বাচকমণ্ডলী বেছে নিতে আরও এক-দু সপ্তাহ সময় লেগে যাবে। তাই শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দল বাছার দায়িত্ব দেওয়া হয়েছে বিদায়ী নির্বাচক মণ্ডলীকেই।

[আরও পড়ুন: মিনি নিলামে দলের ফাঁক-ফোকর ভরাল কেকেআর, বাদশার টিমে খেলাই তাতাচ্ছে জগদীশনকে]

বোর্ডের এক সূত্র বলছে, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে চোট পাওয়া রোহিত শর্মা (Rohit Sharma) এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই শ্রীলঙ্কা সিরিজে সম্ভবত তাঁকে পাওয়া যাবে না। তাঁকে ছাড়াই দল বাছবেন নির্বাচকরা। সেক্ষেত্রে ফের হার্দিক পাণ্ডিয়াকেই (Hardik Pandya) ভারতের সীমিত ওভারের দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে জাতীয় টি-২০ দলে কে এল রাহুলের দিন ফুরিয়ে এসেছে। টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ৬টি টি- টোয়েন্টির মধ্যে চারটিতে দশের অঙ্ক পেরোননি রাহুল। পরপর দু’বছর তাঁর গড় পঁচিশের নিচে। তাই টি-২০ দল থেকে তাঁকে এখনই ছেঁটে ফেলা হবে। রাহুলের টেস্ট পারফরম্যান্সের দিকেও নজর রয়েছে নির্বাচকদের।

[আরও পড়ুন: আর্জেন্টিনা কাপ জিতলেও হৃদয় জিতল ব্রাজিল, বিশ্বকাপে সেরা গোলের মালিক রিশার্লিসন]

শুধু রাহুল নন। টেস্টে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়েও উদ্বিগ্ন বোর্ড। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে টানা তিন বছর সেঞ্চুরি পাননি কোহলি। কেরিয়ারে দ্বিতীয়বার টেস্টে তাঁর গড় নেমে এসেছে পঞ্চাশের নিচে। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচেই ব্যর্থ বিরাট। যদিও বিরাটকে এখনই বাদ দেওয়ার কথা ভাবছে না বিসিসিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement