সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল প্রার্থীর প্রচারে দেখা গিয়েছিল ‘বামমনস্ক’ পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Banerjee)। আর ভোটের ফলাফল ঘোষণার পরই অভিনেতা শাসক দলকে সংযত থাকার বার্তা দিলেন।
পুরভোটে বিরাট জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ১৪৪টির মধ্যে ১৩৪ টি ওয়ার্ডেই উড়েছে সবুজ আবির। ফলে পুরসভায় কোনও বিরোধী নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের। আর এই ফলাফল আসার পরই টুইটারে তাৎপর্যপূর্ণ একটি পোস্ট করেন অভিনেতা। নিজেকে ‘বর্তমানে বাংলার পরিস্থিতির শুভাকাঙ্খী’ হিসেবে পরিচয় দিয়ে শাসক দলকে বার্তা দেন, “জিতেছেন, এবার সংযত থাকুন।” কেন এমন বার্তা দিলেন পরমব্রত? আসলে পুরভোটের দিন কলকাতার একাধিক ওয়ার্ড থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর উঠে এসেছিল। যেখানে বিরোধীরা বারবার তাদের উপর আক্রমণের অভিযোগ তোলে তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে একাধিকবার। আর এই সমস্ত বিষয়ে যাতে আর সরকারের দিকে কেউ আঙুল না তুলতে পারে, শুভাকাঙ্খী হিসেবে তেমনটাই চান পরমব্রত।
[আরও পড়ুন: কঙ্গনা রানাউতকে বিয়ে করতে চলেছেন অনিল কাপুর! বলিউডে হঠাৎই জোর গুঞ্জন]
তিনি টুইট করেন, “বিরাট সাফল্যের পর বিরোধীদের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা এবার থামাতে হবে। এমন একটিও ঘটনা যেন না শোনা যায়। বর্তমানে বাংলার পরিস্থিতির শুভাকাঙ্খী হিসেবেই এ কথা আমি বলছি। আমি নেতাদের অনুরোধ জানাব যাতে দলের সদস্য সমর্থকরা এমন কোনও ঘটনা না ঘটায়, তা নজর রাখতে। এতে জনগণের রায়কে অপমান করা হয়।” এরপরই যোগ করেন, কাদের দোষ, কারা শুরু করেছে, সেসব কাসুন্দি ঘেঁটে লাভ নেই। এমন ঘটনা তখনও খারাপ ছিল, আজও মেনে নেওয়া যায় না। “আসুন এই জয়ে সসম্মানে সংযত থাকা যাক।” লিখেছেন পরমব্রত।
উল্লেখ্য, গত শুক্রবার নেতাজিনগরে ৯৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছিল টলিউডের তারকাকে। বামমনস্ক হিসেবে পরিচিত পরমব্রত ঘাসফুল শিবিরের প্রচারে কেন গিয়েছিলেন, তা স্পষ্টও করেছিলেন অভিনেতা। তিনি জানান, “ব্যক্তিগতভাবে একজনের প্রচারে গিয়েছিলাম। অল্প কিছু সময়ের জন্য। তাঁকে আমি একজন কৃতী, শিক্ষিত, বুদ্ধিমান, রুচিবান মানুষ হিসেবে চিনি তাই। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, আলাদা করে নয়। এটাই একমাত্র।”
তবে তিনি নিজেকে শুধুমাত্র শাসক দলের শুভাকাঙ্খী হিসেবে দাবি করলেও ইতিমধ্যেই সরকারের তরফে বিশেষ দায়িত্ব পেয়েছেন তিনি। দেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি নিয়ে এলাকার মানুষের মতামত জানতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে পরমব্রতকে। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে কথা বলতে সেই এলাকাতেও গিয়েছিলেন তিনি। এবার এক শুভাকাঙ্খী এবং বুদ্ধিজীবী হিসেবে সরকারের ভাবমূর্তিতে আরও স্বচ্ছ করতে বিশেষ বার্তা দিলেন অভিনেতা।