shono
Advertisement

Breaking News

বড়দিনের শহরে রাস্তা আটকে কেকের পসরা, মাসে মোটা টাকা জরিমানা পুরসভার

নিয়ম অনুযায়ী হকাররা ফুটপাথের তিন ভাগের এক ভাগ ব‌্যবহার করতে পারবেন।
Posted: 01:53 PM Dec 20, 2023Updated: 01:54 PM Dec 20, 2023

অভিরূপ দাস: দোকান যতটুকু, ব‌্যবসা করছেন তার দ্বিগুণ জায়গা নিয়ে। সামনে টেবিল সাজিয়ে বড়দিনের কেকের পসরা। যার জেরে হাঁটাচলা করতে পারছেন না পথচারীরা। তল্লাশি শুরু করল কলকাতা পুরসভা। এভাবে ব‌্যবসা করলে দোকান মালিকদের দিনপিছু ৫০০ টাকা করে জরিমানা করবে পুরসভা। অর্থাৎ মাসে দিতে হবে ১৫ হাজার টাকা।

Advertisement

দোকানের সামনে টেবিল সাজিয়ে কেকের পসরা। বড়দিনের শহরে এ ছবি অত‌্যন্ত চেনা। মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যতটুকু দোকান তার মধ্যেই ব‌্যবসা করতে হবে। অনেকে দোকানের বাইরে রাস্তায়-ফুটপাথে টেবিল রেখে কেক সাজিয়ে বসেছেন। হাঁটতে পারছেন না পথচারীরা। এটা আইনত দণ্ডনীয়। বড়দিনের শহরে কারা কারা দোকানের বাইরে টেবিল সাজিয়ে কেক বিক্রি করছেন? শহরজুড়ে পরিদর্শন শুরু করছে কলকাতা পুরসভা। নিয়ম অনুযায়ী, প্রাথমিকভাবে দোকান মালিককে নোটিস দেওয়া হবে। না মানলে দিন পিছু ৫০০ টাকা করে জরিমানা।

[আরও পড়ুন: Modi-Mamata Meet: ২০ মিনিটের বৈঠকে সমস্যা মেটানোর আশ্বাস দিলেন মোদি, জানালেন মমতা]

পুরসভা সূত্রে খবর, ব‌্যবসায়ীদের ফুটপাথ-রাস্তা দখল নিয়ে ক্ষুব্ধ খোদ মেয়র ফিরহাদ হাকিম। সোমবার তিনি নিজে হাঁটতে গিয়ে সমস‌্যায় পড়েন। খাদ‌্যভবনের সামনে ফুটপাথ দখল চাক্ষুষ করে উষ্মা প্রকাশ করেন তিনি। বাজার বিভাগের আধিকারিকদের দ্রুত ব‌্যবস্থা নিতে বলেন। খাদ‌্যভবনের সামনের রাস্তা দিয়েই অভিযান শুরু করছে পুরসভা।

নিয়ম অনুযায়ী হকাররা ফুটপাথের তিন ভাগের এক ভাগ ব‌্যবহার করতে পারবেন। বাকিটা পথচারীদের জন‌্য ছেড়ে দিতে হবে। দোকানিদের ক্ষেত্রে যতটুকু দোকানের আয়তন তার মধ্যেই ব‌্যবসা করতে হবে। স্থায়ী কোনও কাঠামো তো করতে পারবেনই না। টেবিল পেতে রাস্তা দখল করাও যাবে না। মেয়র পারিষদ আমিরুদ্দিন ববির কথায়, মার্কেটের শিডিউলে দোকানের আয়তন নির্দিষ্ট করা থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশ কিছু দোকান ১০ ফুট পর্যন্ত বাড়িয়ে রেখেছে। বাজার দপ্তরের আধিকারিকরা বলছেন, চিন্তা বাড়িয়েছে পুরসভা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে বারট্রাম স্ট্রিট। সেখানে হকারদের পাঁচটা সারি রাস্তার অর্ধেক দখল করে নিয়েছে। নিউ মার্কেটের ব‌্যবসায়ীদের অভিযোগ এদের জন‌্য নিউমার্কেটে ঢুকতে পারছেন না ক্রেতারা।

[আরও পড়ুন: ‘কুড়ি বছর ধরে ওরা আমার সঙ্গেও এমন করেছে’, ধনকড়কে জানালেন ‘অভিমানী’ মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement