shono
Advertisement

ইমাম ভাতা নিয়ে সমালোচনার জবাব, পুরোহিতদের জন্য আর্থিক সাহায্য পুরসভার

পুরসভা এলাকার ৭টি শ্মশানের পুরোহিতরা ভাতা পাবেন জুন থেকে৷ The post ইমাম ভাতা নিয়ে সমালোচনার জবাব, পুরোহিতদের জন্য আর্থিক সাহায্য পুরসভার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:11 PM May 22, 2019Updated: 01:11 PM May 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা সংখ্যালঘু তোষণের অভিযোগের জবাব বোধহয় এবার পেতে চলেছেন বিরোধীরা৷ ইমাম-মোয়াজ্জেমদের পর এবার পুরোহিত ভাতা চালুর ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভা এলাকার অন্তর্গত শ্মশানগুলিতে যেসব পুরোহিতরা দীর্ঘদিন ধরে নানা কাজের সঙ্গে যুক্ত, তাঁরাই এই ভাতা পাবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷

Advertisement

[আরও পড়ুন: ত্রিস্তরীয় নিরাপত্তায় শহরে আগামিকাল ভোটগণনা, বাড়তি সতর্কতা লালবাজারে]

জানা গিয়েছে, কলকাতা পুরসভার অধীনে মোট ৭টি শ্মশান রয়েছে৷ সেখানে কর্মরত পুরোহিতরা কেউ কেউ অগ্রদানী, কেউ বা পারলৌকিক কাজের সঙ্গে যুক্ত৷ এঁদের নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, এঁদের মধ্যে অনেকেই খুব দরিদ্র৷ অগ্রদানী হওয়ায় সবরকম আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন না৷ শুধু দাহকাজের আগে-পরে হিন্দু রীতিনীতি মেনে সামান্য কিছু কাজ এঁদের জন্য বরাদ্দ থাকে৷ তাই আয়ও তেমন হয় না৷ বুধবার তাই পুরসভার অধিবেশনে আলোচনাক্রমে ঠিক করা হয়েছে, এই পুরোহিতদের কাজের জন্য ৩৮০ টাকা করে ভাতা দেওয়া হবে৷ জুন মাস থেকে চালু হবে ভাতা৷ পুরসভার এই সিদ্ধান্তের পর অন্যান্য মহল থেকেও দাবি উঠছে, স্থানীয় প্রশাসন যদি এভাবে সামান্য অঙ্কের ভাতা দেয়, তাহলে কিছুটা স্বস্তিতে থাকতে পারেন রাজ্যের পুরোহিতরা৷ কিছুটা নিশ্চিন্তও হন৷

[আরও পড়ুন: ‘বাবুসোনা তুমি কি পাগল?’, সোশ্যাল মিডিয়ায় দুই কৃতীকে কটাক্ষ ডাক্তারদের]

রাজ্যের ক্ষমতায় আসার কয়েক বছর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মোয়াজ্জেমদের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ সেইমতো তাঁদের ভাতাপ্রদান শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়েছিলেন রাজ্যের ইসলাম সম্প্রদায়ের মানুষজন৷ আর সেখানেই মমতার বিরুদ্ধে উঠেছিল তোষণ রাজনীতির অভিযোগ৷ বিরোধীরা বারবার অভিযোগ করেন, সংখ্যালঘুদের সমর্থন পেতে এসব মুখ্যমন্ত্রীর রাজনৈতিক চাল৷ এনিয়ে কম চাপানউতোরও হয়নি৷ সেসবের জবাব দিতেই বোধহয় পালটা পুরোহিত ভাতা চালু করল পুরসভা৷ বোঝানো হল, সংখ্যালঘু তোষণের কোনও রাজনীতি করে না রাজ্য প্রশাসন৷ সকলের জন্য সমান দায়িত্ব পালন সরকারের কাজ৷

The post ইমাম ভাতা নিয়ে সমালোচনার জবাব, পুরোহিতদের জন্য আর্থিক সাহায্য পুরসভার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement