shono
Advertisement

কয়েক সেকেন্ডে মরবে মশার লার্ভা! মশক নিধনে জনতাকে টেমিফস দেবে পুরসভা

সাধারণ কীটনাশকের দোকানে তা পাওয়া যায় না।
Posted: 08:56 AM Sep 26, 2023Updated: 11:00 AM Sep 26, 2023

অভিরূপ দাস: মাত্র তিন সেকেন্ডে মারবে মশার লার্ভা! এতটাই কড়া। চাইলেই কীটনাশক (Pesticide) দোকানে তা কিনতে পাওয়া যায় না। এডিস ইজিপ্টাইয়ের লার্ভা মারতে ন‌্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অনুমোদন প্রাপ্ত টেমিফস ৫০% ইসি ব‌্যবহার করতে পারে একমাত্র রাজ‌্য সরকারি সংস্থা। তবে এবার আমজনতাও ব‌্যবহার করতে পারেন সেই ওষুধ। তার জন‌্য চিঠি লিখতে হবে কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাসকে।

Advertisement

কোনওটা তিনঘণ্টা। কোনওটা প্রায় একদিন। বাজার চলতি কীটনাশকের ডেঙ্গুর (Dengue) মশার লার্ভার উপর কাজ করতে লেগে যায় অনেকটা সময়। ডেঙ্গুর মশার লার্ভা মারতে ম‌্যাজিকের মতো কাজ করছে টেমিফস ৫০% ইসি। ড্রোন (Drone)উড়িয়ে এ কীটনাশকই ছড়াচ্ছে কলকাতা পুরসভা। যাতে উপাদান হিসাবে রয়েছে অ‌্যালকাইল অ‌্যারিল সালফোনেট এবং পলি অক্সি ইথাইলিন। কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, এডিস ইজিপ্টাইয়ের লার্ভার জন‌্য টেমিফস ৫০% ইসি আদতে কন্টাক্ট পয়জন (Contact Poison)। অর্থাৎ এর সংস্পর্শে এলেই কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদ, চিকিৎসককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তথ্য-প্রযুক্তি কর্মী]

ন‌্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অনুমোদিত এই কীটনাশক দোকানে কিনতে পাওয়া যায় না। সাধারণের পক্ষে তা সংগ্রহ করাও সম্ভব নয়। এদিকে বৃষ্টি হচ্ছে যখন তখন। ছোট ছোট গর্তে জল জমছে। সে ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠান কিংবা আবাসনের পক্ষ থেকে এই টেমিফস সংগ্রহ করতে চাইলে চিঠি লিখতে কলকাতা পুরসভার (KMC) মুখ‌্য পতঙ্গবিদকে। ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, কোনও প্রতিষ্ঠান বা আবাসনের পক্ষ থেকে চিঠি লিখে আবেদন করতে হবে। চিঠিতে তারা লিখবে, ”আমরা নিজেরা টেমিফস ব‌্যবহার করতে চাই।” সে ক্ষেত্রে রাজ‌্য সরকারি সংস্থা যেভাবে কেনে সেভাবে তারাও সংগ্রহ করতে পারবে ওই কীটনাশক। দশ লিটার জলে ১৫ এমএল টেমিফস মিশিয়ে তা স্প্রে করতে হয়।

[আরও পড়ুন: ‘শহুরে নকশাল’দের সঙ্গে যোগাযোগ রয়েছে কংগ্রেসের, তোপ মোদির]

সোমবার পরিত‌্যক্ত কৃষ্ণা গ্লাস ফ‌্যাক্টরিতে এই কীটনাশকই ছড়ায় পুরসভা। পুরসভা সূত্রে খবর, পরিত‌্যক্ত ওই ফ‌্যাক্টরি সাপের আখড়া। প্রায়শই সেখানে প্রমাণ আকারের সাপের দেখা মেলে। কারখানার চালের একাধিক জায়গা ফুটোফাটা। দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, ইলশেগুঁড়ি বৃষ্টির কায়দাতেই ড্রোন দিয়ে স্প্রে করা রয়েছে টেমিফস। সোমবার ডেঙ্গু সচেতনতা প্রসঙ্গে প্রশাসনকে দায়ী করে ভবানীপুরে যদুবাবুর বাজারে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, আগামী ৩ সেপ্টেম্বর কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে এসইউসিআই। জেলা সম্পাদক সুব্রত গৌড়ী জানিয়েছেন, ২৭ ও ২৯ সেপ্টেম্বর কলকাতার সমস্ত বরোতে ডেপুটেশন দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement