shono
Advertisement

আধার কার্ডে নামের বানান ভুল? নিজেই শুধরে নিন এই পদ্ধতিতে

কীভাবে নিজের হাতে এ কাজ করবেন, জেনে নিন এই প্রতিবেদনে The post আধার কার্ডে নামের বানান ভুল? নিজেই শুধরে নিন এই পদ্ধতিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM May 08, 2017Updated: 09:14 AM May 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এখন সর্বত্রই আবশ্যিক হয়ে গিয়েছে আধার কার্ড৷ অনেকে ইতিমধ্যেই আধার কার্ড বাড়ি বসে পেয়ে গিয়েছেন, অনেকে আবার অনলাইনের মাধ্যমে সংগ্রহ করছেন৷ কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে, আধার কার্ডে নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যে ভুল রয়ে গিয়েছে৷ সেক্ষেত্রে আম আদমিকে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ কোথায় গিয়ে বা কাকে বলে এই ভুলক্রুটি শোধরানো যাবে, তাও অনেকেরই অজানা৷ এবার সেই অসুবিধা মিটতে চলেছে৷ কারণ এখন থেকে অত্যন্ত অনায়াসে অনলাইনেই আধার কার্ডের ভুল তথ্য ঠিক করে নেওয়া যাবে৷

Advertisement

[ফ্রান্সের নয়া প্রেসিডেন্ট মাকরোঁকে অভিনন্দন ট্রাম্পের]

কীভাবে অনলাইনে আধার কার্ডের ভুলক্রুটি শোধরাবেন? UIDAI পোর্টাল থেকেই কাজ হবে৷ সেখানে নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে৷ তবে মোবাইল নম্বর অথবা লিঙ্গ পরিবর্তন করার জন্য কোনও তথ্যের প্রয়োজন নেই৷ আধার কার্ডে নামের বানান ভুল রয়েছে? তাহলে https://ssup.uidai.gov.in/web/guest/update ওয়েবসাইটে ক্লিক করুন৷ সেখানেই বেশ কয়েকটি অপশন দেখাবে৷ update Aadhaar details অপশনে ক্লিক করতে হবে৷ এবার নিজের আধার নম্বর লিখুন৷ তারপরই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওপিটি) আসবে৷ টেক্সট ভেরিফিকেশন বক্সে ওটিপি নম্বরটি টাইপ করে ফেলুন৷ এরপর নাম পরিবর্তন, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা পরিবর্তন ইত্যাদি অপশনগুলি খুলে যাবে৷

[চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা অভিজ্ঞদের উপরেই, নেই নতুন মুখ]

সেখান থেকে নাম পরিবর্তনের অপশনটি বেছে নিন৷ এবার নিজের ঠিক বানানটি লিখে ফেলুন৷ এর পরের স্টেপে কয়েকটি জরুরি তথ্য চাওয়া হবে৷ তারপর দেখাবে দু’টি BPO সার্ভিস প্রোভাইডার৷ যে কোনও একটিতে ক্লিক করুন৷ তাহলেই সাবমিট অপশনে ক্লিক করার অপশন পাবেন৷ এই প্রসেস শেষে পরের পেজে আপনাকে URN নম্বর দেওয়া হবে৷ আধার কার্ডে নাম পরিবর্তন হল কি না, তা জানার ক্ষেত্রে প্রয়োজন হবে এই URN নম্বর৷ অর্থাৎ এবার থেকে আধার কার্ডের ভুল পরিবর্তনের জন্য আর কারও উপর নির্ভরশীল থাকতে হবে না৷

The post আধার কার্ডে নামের বানান ভুল? নিজেই শুধরে নিন এই পদ্ধতিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার