সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ জানুয়ারি, ১৯৫০। এই দিনের ভারতীয় সংবিধানের হাতে লেখা নথিতে সই করেছিলেন গণপরিষদের সদস্যরা। দুদিন পর, অর্থাৎ ২৬ জানুয়ারি গোটা দেশে তা কার্যকর করা হয়। ভারতীয় সংবিধানের জনক হিসেবে বাবাসাহেব আম্বেদকরের নাম সকলেই জানেন। সেই নিরিখে যিনি এই সংবিধান হাতে লিখেছিলেন তাঁর নাম অনেকটাই অপরিচিত। তিনি প্রেম বিহারী নারাইন রাইজাদা।
Advertisement
জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন?
সাধারণতন্ত্র দিবস সম্পর্কে এই ১০টি তথ্য জানলে আপনিও গর্বিত হবেন
ভারতীয় সংবিধানের স্বীকৃতির দিন আজ পালিত হচ্ছে পূর্ণ মর্যাদায়। এই পরিসরে তাই শ্রদ্ধা এই বিরল প্রতিভাধর মানুষটিকেও।
The post জানেন কি, এঁর হাতেই লেখা হয়েছিল ভারতীয় সংবিধান? appeared first on Sangbad Pratidin.