shono
Advertisement

Breaking News

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই কেন চিৎকার করেন এই অভিনেত্রী?

জানলে অবাক হবেন। The post ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই কেন চিৎকার করেন এই অভিনেত্রী? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:26 PM May 17, 2017Updated: 08:56 AM May 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরিত্রের দাবি মেনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অভিনেত্রীদের৷ এমনিতেই ক্যামেরার সামনে সমস্ত অনুভূতি অকপটভাবে তুলে ধরতে হয় তাঁদের৷ পেশা হলেও এ তো চাট্টিখানি কথা নয়৷ মানুষের যাবতীয় অনুভূতি এমনভাবে তাঁরা মুখের রেখায় ফুটিয়ে তোলেন, যা প্রভাবিত করে দর্শকদেরও৷  তার উপর যদি ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ কোনও দৃশ্য হয় তবে তো কথাই নেই৷ কেননা রসায়ন গাঢ় না হলে যতই রূপোলি পর্দা হোক, আর যতই গ্ল্যামার থাকুক পুরোটাই জোলো মনে হয়৷ তাই যতটা স্বাভাবিক সম্ভব ততটাই অন্তরঙ্গ হয়ে ওঠেন তাঁরা পর্দায়৷ কিন্তু তা করতে গিয়ে কেন চিকার করেন অভিনেত্রী কৃতি স্যানন৷

Advertisement

মায়ামি বিচ মায়াবী প্রিয়াঙ্কার লাস্যে, দোসর আদ্রিয়ানা ]

সম্প্রতি নিজেই এ কথা জানিয়েছেন কৃতি৷ ‘রবতা’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা হয়েছে৷ এমনকী বিচ্ছেদের পর সুশান্তর অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা দেদার গসিপেরও জন্ম দিয়েছে৷ কিন্তু সহ-অভিনেতার সঙ্গে যত অন্তরঙ্গতাই থাক, ক্যামেরার সামনে কোনও ঘনিষ্ঠ দৃশ্যে দাঁড়ানোর আগে চিল চিৎকার করেন অভিনেত্রী৷ তাহলে কি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি অস্বস্তি বোধ করেন৷ কৃতি জানাচ্ছেন, তা নয়৷ বরং সময়ের দাবি মেনেই সব ধরনের দৃশ্যে অভিনয় করতে তিনি পটু৷ ঘনিষ্ঠ দৃশ্য বা যে কোনও কঠিন দৃশ্য এলেই তিনি তাঁর মোবাইল ভ্যানে চলে যান৷ তারপর চিৎকার করে নিজের সব টেনশন ঝেড়ে ফেলে দেন৷ এরপর থেকেই ক্রমশ চরিত্রে ঢুকে পড়েন তিনি৷ চরিত্রের ঠিক যা দাবি, তা মেনে অন্য একটা মানুষ হয়ে ওঠেন তিনি৷ যে মানুষটাকে দেখা যায় পর্দায়৷ আর তাই এটাই তাঁর অস্ত্র৷ যে কোনও অন্তরঙ্গ দৃশ্যের আগে তিনি চিৎকার করেই নিজেকে তৈরি করেন৷ এমনকী ‘দিলওয়ালে’র মতো মাল্টিস্টারার ছবিতে কাজ করার সময়ও নিজের এই পদ্ধতি কাজে লাগিয়েছেন তিনি৷

OMG! বেওয়াচের প্রিমিয়ারে প্রিয়াঙ্কার সঙ্গে একি করলেন ‘দ্য রক’! ]

The post ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই কেন চিৎকার করেন এই অভিনেত্রী? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার