সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করবা চৌথ (Karwa Chauth 2022)। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালিত হয়। আর তা করেন বিবাহিত মহিলারা। স্বামী-সংসারের মঙ্গল কামনায় সারাটা দিন তাঁরা উপোস করে থাকেন। চাঁদের দেখা পেলে তবেই স্বামীর হাতে জল পান করে উপোস ভাঙেন।
সাধারণত অবাঙালি মহিলারা এই ব্রত পালন করে থাকেন। তবে এখন অনেকেই স্বামী ও সংসারের মঙ্গলের জন্য করবা চৌথের উপোস করেন। এবারে করবা চৌথের তিথি শুরু হচ্ছে আগামিকাল অর্থাৎ ১৩ অক্টোবর রাত ১.৫৯ মিনিট থেকে। আর তা শেষ হচ্ছে শুক্রবার ভোররাত ৩.০৮ মিনিটে। পুজোর সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৫৪ মিনিট থেকে ৭.০৯ মিনিট পর্যন্ত থাকবে।
[আরও পড়ুন: এবার এক বছরেরও বেশি সময়ের অপেক্ষা, জেনে নিন ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট]
আকাশে চাঁদের দেখা পেলেই স্বামীর হাতে জলপান করে উপোস ভাঙেন বিবাহিতরা। নেটদুনিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে চন্দ্রোদয় হবে। বৃহস্পতিবার কলকাতায় চাঁদ উঠবে ৭.৩৭ মিনিটে চাঁদ ওঠার কথা। দিল্লি ও মুম্বইয়ে যথাক্রমে ৮.২৪ মিনিট ও ৮.৪৮ মিনিটে চাঁদ ওঠার কথা।
জেনে নিন করবা চৌথের এই ব্রত পালনের সময় কী করা উচিত কী করা উচিত নয়।
- স্বামীর কল্যাণে এই ব্রত পালন করা হয়। তাই সাদা শাড়ি পরে করবা চৌথ পালন করা উচিত নয়।
- করবা চৌথের দিনে ছুরি, কাঁচি বা অন্যান্য ধারাল জিনিস একেবারেই কিনবেন না। বলা হয়, এই ধরনের জিনিস কিনে সংসারে আনলে অশান্তি ডেকে আনা হয়।
- অনেকেই করবা চৌথের সময় লাল-সবুজ চুড়ি পরেন। মনে করা হয়, এই রঙের চুড়ি বিবাহিত মহিলারা করবা চৌথে পরলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় মধুর।