shono
Advertisement

ফের আসছে ‘কফি উইথ করণ’, এবার কে কে আসছেন এই শোয়ে?

কবে থেকে দেখা যাবে এই শো?
Posted: 05:00 PM Oct 04, 2023Updated: 05:01 PM Oct 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণের তেঁতো প্রশ্ন আর কাপে ঢালা কড়া কফি! বলিউডে বিতর্ক তুলতে কফি উইথ করণ একাই একশো। ফের আসতে চলেছে করণের সেই শো। সোশাল মিডিয়ায় সেই শোয়ের আগাম ঝলক দিলেন করণ। সেই ঝলকে নিজেই, নিজের শো নিয়ে রসিকতা করে বসলেন। ক্রিকেটার কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার বিতর্কিত এপিসোডের প্রসঙ্গ তুলে করণ স্পষ্ট জানালেন, তাঁর শোয়ে কোনও দিন আরে ক্রিকেটার আসবে না।

Advertisement

গত সিজনে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেননি শাহরুখ খানকে। তবে এবার কফি উইথ করণে আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান। হ্যাঁ, আগামী আগস্ট মাস থেকে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন করণ জোহর। আর কফি উইথ করণের অষ্টম সিজনের প্রথম এপিসোডেই থাকছেন শাহরুখ খান। অন্তত, বলিউড সূত্র তাই বলছে।

[আরও পড়ুন: পরিণীতির পর এবার বিয়ের পিঁড়িতে উরফি জাভেদ! সোশাল মিডিয়ায় ভাইরাল ‘রোকা’র ছবি]

গত সিজনে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেননি শাহরুখ খানকে। তবে এবার কফি উইথ করণে আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান। হ্যাঁ, আগামী আগস্ট মাস থেকে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন করণ জোহর। আর কফি উইথ করণের অষ্টম সিজনের প্রথম এপিসোডেই থাকছেন শাহরুখ খান। অন্তত, বলিউড সূত্র তাই বলছে। ২৬ অক্টোবর থেকে ডিজনি হটস্টারে শুরু হচ্ছে এই শো। 

[আরও পড়ুন: চোরাশিকারিদের ধরতে রণংদেহি মেজাজে কোয়েল, দেখুন ‘জঙ্গলে মিতিন মাসি’র ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার