অর্ণব আইচ: সিঙ্গাপুরের ব্যাংকের নথিতে সই রয়েছে ভুয়ো চিনা ব্যাংককর্তার। আর তাতেই ধরা পড়ল আন্তর্জাতিক মানের জালিয়াতি। বিদেশ থেকে জাহাজ কিনতে গিয়ে বিপাকে কলকাতার ব্যবসায়ী। জাহাজ কেনার জন্য তাঁকে ১৬ কোটি টাকার ঋণের ব্যবস্থা করে দেওয়ার নাম করে এক কোটি টাকার জালিয়াতির ফাঁদে ফেলেন রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী। অজয় আগরওয়াল নামে ওই ব্যবসায়ীকে রাজস্থান থেকে গ্রেপ্তার করার পরই কার্ল চুং নামে ভুয়ো চিনা ব্যাংক কর্তার এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে লালবাজারের গোয়েন্দাদের।
পুলিশ জানিয়েছে, কলকাতার একটি ব্যবসায়িক সংস্থা বিদেশ থেকে মালবাহী জাহাজ কেনার ব্যাপারে উৎসাহিত হয়। কিন্তু বিদেশ থেকে জাহাজ কিনে তা চালনার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ টাকা। তাই কলকাতার সংস্থাটি ১৬ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য রাজস্থানের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে। রাজস্থানের জয়পুরের ওই ঋণ এজেন্সির মালিক অজয় আগরওয়াল ও তাঁর দুই সঙ্গী কলকাতার ব্যবসায়ী সংস্থাটিকে জানান, সহজ কিস্তিতেই তাঁরা বিদেশের একটি ব্যাংক থেকে সরকারি নিয়ম মেনেই ১৬ কোটি টাকা ঋণ পাইয়ে দেবেন। কিন্তু ঋণ পাওয়ার জন্য এক কোটি টাকা আগাম দিতে হবে। এই চুক্তিতে রাজি হয়ে যায় কলকাতার সংস্থাটি। জয়পুরের এজেন্সিকে টাকা দেওয়া হয়। এজেন্সিটি দাবি করে, কলকাতার সংস্থার হয়ে তারা সিঙ্গাপুরের ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন করে। ব্যাংক কর্তৃপক্ষ রাজি হয়েছে ঋণ দিতে। সেই অনুযায়ী ব্যাংকের অনুমোদনের একটি কপিও পাঠানো হয় কলকাতার সংস্থাটিতে।
[আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হরিয়ানা, মৃত ৩, আহত কমপক্ষে ২০]
এখানেই ঘটনার মোড় ঘোরে। লালবাজারের গোয়েন্দারা জানান, কলকাতার সংস্থা এজেন্সির দেওয়া ব্যাংকের অনুমোদন কপি নিয়ে সিঙ্গাপুরের ওই ব্যাংকটিতে যান। ওই কপিতে ঋণ অনুমোদনের জন্য সই করেছেন ব্যাংকের কর্তা কার্ল চুং। কিন্তু ওই নাম ও সই দেখে সিঙ্গাপুরের ব্যাংকের কর্তারা হতবাক হয়ে যান। কার্ল চুং নামে তাঁদের কোনও আধিকারিকের অস্বিস্তই নেই। ওই ঋণ অনুমোদনের নথি সম্পূর্ণ জাল বলেই দাবি করে সিঙ্গাপুরের ব্যাংকটি। কিন্তু এই ব্যাপারে অজয় আগরওয়ালদের জিজ্ঞাসা করলে কোনও সদুত্তর মেলেনি। এরপরই কলকাতার সংস্থাটির পক্ষ থেকে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। লালবাজারের গোয়েন্দা বিভাগের বিশেষ শাখার আধিকারিকরা এর তদন্ত করেন। জয়পুর থেকে অজয় আগরওয়ালকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়।
কলকাতার ওই সংস্থাটির আইনজীবী আকাশ রায় জানান, অজয় আগরওয়ালকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। অজয় আগরওয়ালের দুই সঙ্গী পলাতক। রাজস্থানের বাসিন্দা ওই দুই সঙ্গীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।