সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশের মতো কলকাতাও ‘জওয়ান’ (Kolkata Jawan Fever) জ্বরে আক্রান্ত। ভোর রাত থেকেই শহর তিলোত্তমার উত্তর থেকে দক্ষিণের প্রেক্ষাগৃহগুলির বাইরে লম্বা লাইন। ব়্যালি করে কিং-ভক্তরা সিনেমাহলে ভীড় জমিয়েছিল। এদিকে আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমাহলে সাতসকালে সিনেমা দেখতে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শতরূপ ঘোষরা। অন্যদিকে লেক রোডের মেনকা হলেও সেই একই দৃশ্য চোখে পড়েছে।
‘এসআরকে আর্মি’দের উন্মাদনা ছিল দেখার মতো। ঢোল-তাসার তালে কেউ নাচছে, কেউ বা শাহরুখের (Shah Rukh Khan) পোস্টারে ‘দুধ অভিষেক’ করতে ব্যস্ত। হাজরার বসুশ্রী হলেও ব়্যালি করে জড়ো হয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। সেখানেই দেখা গেল অ্যাসিড আক্রান্ত মহিলারাও যোগ দিয়েছেন কলকাতার এই ‘জওয়ান’ সুনামিতে।
[আরও পড়ুন: ‘জওয়ান’ রিলিজের দিনই কী কাণ্ড! সাংবাদিকদের বোকা বানিয়ে দৌড় শাহরুখ-অমিতাভের]
শাহরুখের জন্যই কলকাতার রাজপথে হাঁটলেন অ্যাসিড আক্রান্ত যোদ্ধারা। হাতে ধরা ‘জওয়ান’-এর পোস্টার। সকলের সঙ্গেই সিনেমাহলে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখলেন ওঁরা। আসলে সিনেমার পাশাপাশি শাহরুখ খান যে সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত, এই খবর কারোরই অজানা নয়। অ্যাসিড আক্রান্ত মহিলাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য কিং খানের মীর ফাউন্ডেশন প্রতিনিয়ত কঠোর লড়াই করে চলেছে। অ্যাসিড আক্রান্ত বহু মহিলাকে বিয়ে দিয়েছেন বাদশা। তার মধ্যে এক বঙ্গকন্যাও রয়েছেন।
শুধু তাই নয়, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের অ্যাসিড আক্রান্তরা বাদশার দরবারে সাহায্যের জন্য আবেদন জানিয়ে উপকৃত হয়েছেন। তাঁদেরকে ফিরিয়ে দেননি শাহরুখ। আর আজ তাই বলিউডের কিং খানের বিশেষ দিনের উদযাপনে তাঁরাও শামিল হলেন।