shono
Advertisement

Breaking News

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবারের তুলনায় বুধবার বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস৷ The post নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Jun 04, 2019Updated: 02:59 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু-তিন ঘণ্টার অপেক্ষা। তারপরেই ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা শহর কলকাতায়। আবহাওয়া দপ্তর সূত্রে একথা জানানো হয়েছে। শুধু মঙ্গলবারই নয়, বুধবার, ইদের দিনও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই গুমোট আবহাওয়া কলকাতা ও শহরতলিতে। রোদের তেজ তেমন না থাকলেও আকাশ মেঘলা হওয়ার কারণে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। বেলা যত গড়িয়েছে, গুমোট ভাব তত বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে দু’টি ঘূর্ণাবর্ত ও একটি নিম্নচাপ অক্ষপেখা। তার জেরেই আর কয়েক ঘণ্টা পর থেকে বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার বেশি বৃষ্টি হবে বলে খবর।

তবে ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরবে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢোকার সম্ভাবনা। তার জেরেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও উপকূবলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[ আরও পড়ুন: মিলিটারি নির্দেশ, লাগামহীন বিদ্যুৎ ব্যবহার কমাতেই বিল নেমে গেল একধাক্কায় তিন লাখ ]

দক্ষিণবঙ্গের যেসব জায়গায় বৃষ্টিপাত হবে না, সেখানে গুমোট গরম বজায় থাকতে পারে। কারণ, মেঘলা আকাশ। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রাও ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে।

আগামী ৬ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর মূল শাখাটি কেরলে ঢোকার কথা। তার ৭ থেকে ১০ দিন পর তা আসবে পশ্চিমবঙ্গে। সেই হিসেবে বঙ্গে বর্ষা আসতে প্রায় জুনের মাঝামাঝি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গেলে এই সপ্তাহেই দক্ষিণবঙ্গ প্রাক-বর্ষার স্বাদ পাবে। তার আগে যদি এভাবে নিম্নচাপের কারণে বিক্ষিপ্ত বৃষ্টি হয়, মন্দ কী?

[ আরও পড়ুন: নাগরিক প্রমাণে ব্যর্থ, অসমের ডিটেনশন ক্যাম্পে দু’বছর ধরে বন্দি কলকাতার যুবক ]

The post নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement