shono
Advertisement
Kolkata

পায়ুদ্বারে লুকনো ১ কেজি সোনা! পাচার করতে গিয়ে গ্রেপ্তার কলকাতার বিমানসেবিকা

পায়ুদ্বারে সোনা লুকিয়ে পাচার করছেন উড়ান কর্মী-এমন ঘটনা দেশে প্রথম।
Published By: Anwesha AdhikaryPosted: 10:31 AM May 31, 2024Updated: 10:31 AM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ুদ্বারে লুকনো প্রায় ১ কেজি সোনা! পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক বিমানসেবিকা। সূত্রের খবর, এই প্রথমবার পায়ুদ্বারে সোনা লুকিয়ে পাচার করার চেষ্টায় ধরা পড়লেন উড়ান কর্মী। ওই বিমানসেবিকা কলকাতার বাসিন্দা বলেই জানা গিয়েছে।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মাস্কাট থেকে কেরলে (Kerala) সোনা পাচার হওয়ার খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই গত ২৮ মে আটক করা হয় সুরভি খাতুন নামে এক বিমানসেবিকাকে। তাঁকে জেরা করেন রাজস্ব বিভাগের আধিকারিকরা। পরে নিজেই পায়ুদ্বারে লুকিয়ে থাকা সোনা বের করে দেন সুরভি।

[আরও পড়ুন: বিবেকানন্দ রকে ধ্যানে মোদি, প্রকাশ্যে ভিডিও, দীর্ঘ ৪৫ ঘণ্টা কী খাবেন প্রধানমন্ত্রী?

সোনার পরিমাণ দেখে আধিকারিকদের চক্ষু চড়কগাছ। কলকাতার (Kolkata) বাসিন্দা ওই বিমানসেবিকার পায়ুদ্বারে লুকনো ছিল ৯৬০ গ্রাম সোনা। কেরলের কান্নুরে ওই সোনা পাচারের চেষ্টা করছিলেন সুরভি। আপাতত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। কীভাবে সোনা নিয়ে তিনি বিমানে উঠলেন, কোথায় সোনা পাচারের চেষ্টা করছিলেন-সমস্ত তথ্য জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, পায়ুদ্বারে সোনা লুকিয়ে পাচার করছেন উড়ান কর্মী-এমন ঘটনা দেশে প্রথমবার ঘটল। তবে তদন্তে জানা গিয়েছে, আগেও একাধিকবার সোনা পাচারের চেষ্টা করেছেন সুরভি। মূলত কেরলেই সোনা পাচার করতেন তিনি। পাচারকারী চক্রের খোঁজ পেতেও তদন্ত চলছে। যে উড়ান সংস্থার কর্মী ছিলেন সুরভি, গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে তারা।

[আরও পড়ুন: দেশে ফিরতেই পাকড়াও, গ্রেপ্তার সেক্স স্ক্যান্ডেলে অভিযুক্ত প্রজ্জ্বল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২৮ মে আটক করা হয় সুরভি খাতুন নামে এক বিমানসেবিকাকে।
  • ওই বিমানসেবিকার পায়ুদ্বারে লুকনো ছিল ৯৬০ গ্রাম সোনা।
  • তদন্তে জানা গিয়েছে, আগেও একাধিকবার সোনা পাচারের চেষ্টা করেছেন সুরভি।
Advertisement