shono
Advertisement

বেঙ্গালুরু থেকে উড়িয়ে আনা হল হৃদপিণ্ড, অঙ্গদানে নয়া ইতিহাস কলকাতার

গ্রিন করিডোরের মধ্যে দিয়েই বিমানবন্দর থেকে বাইপাসের আনন্দপুর পৌঁছল মৃত যুবকের হৃদপিণ্ড৷ দেখুন ভিডিও The post বেঙ্গালুরু থেকে উড়িয়ে আনা হল হৃদপিণ্ড, অঙ্গদানে নয়া ইতিহাস কলকাতার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:01 AM May 21, 2018Updated: 01:41 PM May 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গদানে নয়া ইতিহাস গড়ল কলকাতা৷ পূর্বভারতে এই প্রথম বেঙ্গালুরু থেকে আকাশপথে কলকাতায় আনা হল মৃত যুবকের হৃদপিণ্ড৷ প্রায় এক হাজার ৬৯৭ কিলোমিটার পথ পেরিয়ে বিশেষ বিমানে আনা হল বিশেষজ্ঞ চিকিৎকদের৷ সোমবার অফিস টাইমের চাপ এড়িয়ে বিমানবন্দর থেকে বাইপাসের আনন্দপুর পর্যন্ত গ্রিন করিডোরের ব্যবস্থা করে নয়া নজির গড়ল বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশ৷ মাত্র ১৮ মিনিটে বিমানবন্দ থেকে আনন্দপুর হাসপাতালে হৃদপিণ্ড নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ শুরু হয়েছে অস্ত্রোপচারের কাজ৷

Advertisement

জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে চেন্নাইয়ের স্পর্শ হাসপাতালে ভরতি হন বরুণ ডিকে৷ গত ১৯ মে তিনি ওই হাসপাতালে ভরতি হন৷ রবিবার ব্রেন ডেথের কথা জানান চিকিৎসকরা৷ এরপরই বরুণের পরিবারের তরফে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করা হয়৷ শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া৷ ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ফোর্টিস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে৷ বরুণের শরীরের নমুনার সঙ্গে কলকাতা ফোর্টিস হাসপাতালে ভরতি থাকা এক রোগীর মিল পাওয়া যায়৷

[সিভিক ভলানটিয়ার খুনের ঘটনায় নয়া মোড়, অবশেষে গ্রেপ্তার স্বামী]

হাসপাতাল সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদ সিং হার্টের সমস্যায় ভুগছিলেন৷ দিলচাঁদের হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজনও ছিল৷ এদিন দিলচাঁদের শারীরিক পরীক্ষার পর দেখা যায়, বরুণের হৃদপিণ্ড গ্রহণ করতে পারবে ঝাড়খণ্ডের ওই বাসিন্দা৷ ৩০ জনের দল অস্ত্রোপচার করবে৷ এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি চেন্নাই ফোর্টিসের সঙ্গে যোগাযোগ করা হয়৷ শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ৷ বেঙ্গালুরু থেকে ডাক্তার উড়িয়ে এনে বরুণের দেহ থেকে তুলে নেওয়া হয় হৃদপিণ্ডটি৷ সেটিকেই কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়৷ সঙ্গে বিশেষ বিমানে বেঙ্গালুরুর বিশেষজ্ঞ ডাক্তারদেও আনার হয় কলকতায়৷

চেন্নাই থেকে কলকাতা বিমানবন্দর ও পরে সেখান থেকে কলকাতা ফোর্টিস পর্যন্ত কয়েক কিলোমিটার পথে গ্রিন করিডোরের ব্যবস্থা করে বিধাননগর পুলিশ ও কলকাতা পুলিশ৷ কলকাতা বিমানবন্দর থেকে উল্টোডাঙ্গা হয়ে বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ পূর্বভারতে প্রথম প্রায় এক হাজার ৬৯৭ কিলোমিটার পথ পেরিয়ে হৃদপিণ্ড আকাশ পথে উড়িয়ে আনার হল, তাও এক সাধারণ রোগীর জন্য৷ গোটা এই কর্মকাণ্ডের পেছনে রাজ্য সরকার ও অঙ্গ-প্রতিস্থাপন সংস্থার যৌথ উদ্যোগে চলছে বলে জানা গিয়েছে৷

[দোকানে ঢুকে যুবতীকে দেখে গোপনাঙ্গ প্রদর্শন, গ্রেপ্তার অভিযুক্ত]

 

The post বেঙ্গালুরু থেকে উড়িয়ে আনা হল হৃদপিণ্ড, অঙ্গদানে নয়া ইতিহাস কলকাতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement