shono
Advertisement

শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায়

তদন্তে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ The post শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Jul 09, 2018Updated: 08:54 PM Jul 09, 2018

অর্ণব আইচ: কিছুতেই যেন শহরবাসীর পিছু ছাড়ছে না পচা মাংসের আতঙ্ক৷ এই ঘটনা সামনে আসার পর থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন৷ বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় পচা মাংস ও পচা খাদ্য বিক্রি বন্ধে অভিযান চালিয়েছেন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা৷ কিন্তু তারপরও যেন মিটছে না সমস্যা৷ এবার, পচা মাংস বিক্রির অভিযোগ উঠল শেক্সপিয়র সরণির একটি ধাবার বিরুদ্ধে৷ ইতিমধ্যে, এই অভিযোগে মুচিপাড়া থানায় দায়ের হয়েছে মামলা৷ তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷

Advertisement

[শহরের রাস্তার ক্ষতস্থান চিহ্নিত করল ট্রাফিক পুলিশ, পুজোর আগেই সংস্কারের আশ্বাস]

ঘটনার সূত্রপাত পরশু অর্থাৎ শনিবার রাতে৷ ওই দিন ক্রিক লেনে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন স্টিভেন সৌরদীপ ঘোষ নামের এক যুবক৷ সেখানে গিয়ে, শেক্সপিয়র সরণির এক ধাবায় মাংসের একটি পদ অর্ডার দিয়েছিলেন তিনি৷ বাড়িতেই তাঁদের খাবার পৌঁছে দিয়েছিল সেই ধাবা৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ অভিযোগ, সেই খাবার মুখে দিয়েই কার্যত বমি করে ফেলার উপক্রম হয়েছিল সৌরদীপ ঘোষের৷ কারণ, মাংস থেকে আসছিল পচা গন্ধ৷ অভিযোগকারী স্টিভেনের আরও অভিযোগ, এরপর সেই মাংস ধাবা কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলে তারা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে৷ কার্যত উড়িয়েই দেয় তাঁদের অভিযোগ৷ এরপরই মুচিপাড়া থানার দ্বারস্থ হন স্টিভেন সৌরদীপ ঘোষ৷ পচা মাংস বিক্রির পাশাপাশি অভিযোগে তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন কীসের মাংস তাঁদের দেওয়া হয়েছিল সেই বিষয়েও৷ আবারও শহরের রেস্তরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ ওঠায় নড়েচড়ে বসে প্রশাসন৷ খবর যায়, এনফোর্সমেন্ট ব্রাঞ্চে৷ ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷

[অকারণে হর্ন, দুর্ঘটনা এড়াতে প্রচারে ‘মুন্নাভাই’]

ভাগাড় কাণ্ড সামনে আসার পরেই কার্যত চিন্তার ভাঁজ পড়েছিল রাজ্য প্রশাসনের মাথায় এবং আতঙ্ক বাসা বেঁধেছিল সাধারণ মানুষের মনে৷ পচা মাংস ছাড়াও বিভিন্ন হোটেল-রেস্তরাঁয় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছিল মৃত প্রাণীর মাংস, দীর্ঘদিন ফ্রিজে রাখে দেওয়া পনির ইত্যাদি৷ রাজ্যজুড়ে নজরদারি চালানোর জন্য নবান্ন থেকে একটি টিমও তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন রেস্তরাঁ ও হোটেলে তল্লাশি অভিযানে নেমেছিল কলকাতা পুরসভা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভাগুলি৷ তদন্তে পচা মাংস বিক্রি প্রমাণ মেলায় ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একাধিক রেস্তরাঁ ও হোটেলের লাইসেন্স৷

The post শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement