-
- ফটো গ্যালারি
- Kolkata gears up for g20 summit mamata banerjee likely to attend meeting
সোমবার কলকাতায় জি-২০ বৈঠক, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও, ঢেলে সাজছে তিলোত্তমা
কেন এই বৈঠকের জন্য বেছে নেওয়া হল কলকাতাকে?
Tap to expand
সোমবার কলকাতায় শুরু জি-২০ বৈঠক। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। মূলত দুটি ভাগে হবে বৈঠক। ফিনান্স ট্র্যাক ও শেরপা ট্র্যাক।
Tap to expand
ফিনান্স ট্র্যাকের মধ্যে অন্যতম হল জিপিএফআই। সেই বৈঠকই হবে কলকাতায়। যার জন্য ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন দেশ-বিদেশের প্রতিনিধিরা।
Tap to expand
ঢেলে সাজানো হচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্ত। বিশ্ববাংলা সেন্টারের পরতে পরতে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়াও, বাংলার সংস্কৃতি।
Tap to expand
জি-২০ বৈঠকের প্রস্তুতি নিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রকের আর্থিক উপদেষ্টা চঞ্চল সরকার। জানান, প্রান্তিক মানুষদের ও প্রান্তিক স্তরের ব্যবসায়ীদের প্রথাগত ব্যাঙ্কিং ব্যবস্থার অন্তর্গত করা নিয়ে আলোচনা হবে জি২০র বৈঠকে। এছাড়া দেশে কীভাবে ডিজিটাল আর্থিক সংযুক্তিকরণ বাড়ানো যায়, সেই বিষয়টিও উত্থাপিত হবে।
Tap to expand
বৈঠকে হাজির থাকবেন বিশ্বের মোট ১২ জন বক্তা। জিপিএফআইয়ের বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
Tap to expand
কেন জি-২০ বৈঠকের জন্য কলকাতাকে বেছে নিল কেন্দ্র? অর্থমন্ত্রকের আর্থিক উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছিলেন, এই বৈঠক যেন শুধু দিল্লির মধ্যেই সীমিত না থাকে। সেই অনুযায়ী, ৪০টিরও বেশি শহরকে বেছে নেওয়া হয়।
Tap to expand
জি-২০-র এই ফিনান্স ট্র্যাকের চারটি বৈঠক হওয়ার কথা। প্রথমটি হচ্ছে কলকাতায়। পরবর্তী বৈঠক হায়দরাবাদে। একটি বৈঠক হতে পারে মুম্বইতে।
Published By: Sulaya SinghaPosted: 09:22 PM Jan 08, 2023Updated: 09:22 PM Jan 08, 2023
কেন এই বৈঠকের জন্য বেছে নেওয়া হল কলকাতাকে?